একজন গৃহবধু পালিয়েছিলেন বাড়ি ছেড়ে
মহান একাত্তরে, ছোট্ট দুটো শিশু তাঁর
সঙ্গী তখন, স্বামী তার স্বাধীনতার ঘোষণা দিয়ে
যুদ্ধের ময়দানে তাই পড়লে ধরা নেই কোন নিস্তার
জীবন টা তাঁর তখন ঘোর সংকটে অবশেষে ধরা পড়ে
বীরাঙ্গনা দৃষ্টান্ত দেবার মতো ত্যাগ তিতিক্ষা তার।
স্বাধীন দেশে শহীদ হলেন শহীদ জিয়া তাই নতুন করে শুরু হলো সংগ্রামী জীবন তার দেশ আর দশের কল্যাণে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হয়ে স্বাধীন চেতা চিত্ত তার স্বৈরাচারের পতনে তিনি যে দৃপ্ত অঙ্গীকার।
আপোষহীন নেত্রী তিনি লাল-সবুজের পতাকায়
স্বৈরাচারের মসনদ কাঁপিয়ে দিয়ে দেশনেত্রী তিনি
যেন স্বদেশ মাতৃভূমি, শত আঘাত বিড়ম্বনা শয়ে।
গণতন্ত্রের প্রতীক তিনি আজ বিশ্বের দরবারে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া বসত করেন সকল
দেশপ্রেমিকের অন্তরে বাংলাদেশী জাতীয়তাদের ধ্বজা ধরে। আজিকে তার জন্মদিন
আজিকে তাই আনন্দ দিন
সারা বাংলার ঘরে ঘরে।
আমরা সবাই করি দোয়া
তিনি যেন সুস্থ থাকেন সবল থাকেন
সুদীর্ঘ জীবন লাভ করে ।
তিনি যেন মাথার ছাতা অমর এক বীরত্ব গাঁথা বাংলাদেশে গনতন্ত্রের রক্ষা কবচ,
শুভজন্মদিন হে দেশনেত্রী বেগম খালেদা জিয়া
বিনম্র শ্রদ্ধা তোমায় হে গণতন্ত্রের মহান ত্রাতা
আজকে মোদের আনন্দ দিন আজকে তোমার জন্মদিন
ভীষণ খুশি লেগেছে যে আজ এই অন্তরে।
শুভ শুভ শুভ হোক তোমার জন্মদিন দেশের তরে, দশের তরে বাংলার প্রতিটি ঘরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



