শুভ শুভ শুভদিন
আজ জানা আপুর জন্মদিন
তিনি যে ব্লগ মাতা— মোদের মাথার ছাতা;
ব্লগ মোদের সবার প্রিয় সামহুয়্যার ইন
ধর্ম —বর্ণ —নির্বিশেষে
বাংলায় চর্চা— জ্ঞান অন্বেষণের
অপূর্ব প্লাটফরম এটি
এইখানে মোরা —
হাসি খেলা আড্ডায় আনন্দে মেতে উঠি
ভুলে যাই দূর্দিন।
জানা আপুর বদৌলতে হলো তা
বাঁধ ভাঙার আওয়াজে
ভেঙে পড়ে আযচিত বাঁধা সব
অন্যায় অবিচার কুসংস্কার
সব কিছু পদদলে বাঁধ ভাঙার উচ্ছ্বাস
আহা কিযে আনন্দ! মানব জীবন ধন্য
চলার পথে জানা তাই প্রেরণা
এই দিনে করি তাই প্রার্থনা—
সুদীর্ঘ সুন্দর জীবন হোক
জানা আপুর জন্য।
এই খানে বাংলা চর্চায়
আমরা যে ধন্য মুক্ত বিহঙ্গ
জানা আপুর কাছে তাই আমাদের অনেক ঋণ।
জানা আপু অশেষ কৃতজ্ঞতা
বিনম্র শ্রদ্ধা—নিরন্তর শুভকামনা
তোমার জন্য, জানা আপু হে
শুভ শুভ শুভ হোক তোমার জন্মদিন
এই মোদের প্রার্থনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



