
ভালোবাসা মোর ছিলো এক রঙিন স্বপ্ন
তোমার নয়ন মাঝে ছিলো তার রত্ন
হঠাৎ একটি সেই আলোটা গেলো নিভে
রইলো শুধু অন্ধকার
যেন এ অবলা প্রাণ কেড়ে নিতে।
তোমার পরশে জেগেছিলো মম প্রাণ
তোমার হাসিটা অনুপ্রেরণা বেঁচে থাকার গান
হায় সেই হাসি আজ অন্য কারো জন্য
এ হৃদয় নিঃশব্দে কেদে কেদে গহীন অরণ্য সম।
তোমার কথাগুলো যে পড়ি বারেবার
তোমার লেখা ভালোবাসারেই দাবিদার
কিন্তু এখন তা কেবলই স্মৃতি; স্মৃতির ভস্ম
এখনো বাজে বুকে নিরবে নিভৃতে ডিম্ব অশ্ব।
ভালোবাসা কি ছলনার ষোল আনা
বলো না তা কি শুধু যন্দ্রণার দীর্ঘ পথ
তবু কেন ভালোবাসি তোমাকে
যদিও বারে বারে আমি ব্যর্থ মনোরথ ।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



