নিনাদ
লোহা বালিতে, নীরবতা ভেঙে,দেবতা ও সাপের অপলক দৃষ্টিতে।
সহস্র চোখ, মাত্র একটি শ্বাস,মৃত্যুর ঠিকানা থেকে এক ধাপ এগিয়ে।
নির্ভীক মুকুটহীন নেই কোন মসনদের ম্যুহ,
তবু রক্ত বলে দেয় কথা বিজয়ীর উপমা ,ভেঙে সব শত্রুর রক্ষণব্যুহ
সোনার চামচ মুখে জন্ম নেওয়া নয়, লেলিহান আগুনে তৈরি,
তারা হয়তো ভুলে যাবে কিন্তু ভুলবে না আমার নাম।
সিংহ আসুক এবং নিষ্ঠুর কংস তাচ্ছিল্য করুক,
আমি কোনো ঢাল নিয়ে আসি না আমি যে নির্ভীক
শরীরের প্রতিটি ক্ষত দেখায় আমার দৃঢ়তা
শত আঘাত শয়ে ঘুরে দাড়ানো সক্ষমতা
যদিও তোমার বৃদ্ধাঙ্গুলী উপরে তুলে দাও, অথবা নিচে দাবাও,
এই হৃদকম্পন জয় বা পরাজয়ে যায় বেড়ে
মৃত্যুকে ভয় করি না সিনা টান করে থাকি দাড়িয়ে
বিপ্লবী জীবন ঠিক যেন গ্লাডিয়েটর এসব কিছুর আলিঙ্গনে ।
অকাট্য দলিল
স্বার্থপর এই পৃথিবীতে কেউ কারো নয়
প্রয়োজন ফুরিয়ে গেলে প্রিয়জনও যায় ভুলে
প্রকৃতির নিয়মে সবাই চলে যেতে হয়।
মানবেরে নিস্বার্থ ভালোবাসে শুধু স্বয়ং বিধাতা
নিজের দেহ অঙ্গ প্রত্যঙ্গ রোজ হাশরের ময়দানে
অকপটে বলে দেবে সব, অকাট্য দলিলে —
জমি জমা বাড়ি গাড়ি নিষ্ঠুর সময় কেড়ে নেবে।
যতদিন এদেহে প্রাণ আছে— অর্থের সময়ের দাম আছে
মরে গেলে সবকিছু ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে
এটাই চিরন্তন নিয়ম সঙ্গে যাবে শুধু ঈমান আর আমল
ভালো কাজের জন্যই শুধু আছেগো উত্তম প্রতিদান
মন্দ কাজের জন্য কঠিন শাস্তি স্বার্থপরতা দেবে না যে স্বস্তি
পরপারে তবুও মানুষ নিতন্ত স্বার্থপর ক্ষণিকের এই চরাচরে
শুধু অপ্রগলভ ভালোবাসা খুঁজে না প্রতিদান এই মৃত্যু গহবরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



