বিফল মনে
পবন সরকার
সেদিন রাতে পুষ্প হাতে
দাঁড়িয়ে নদীর ঘাটে
অনেক খুঁজেও পাইনি তোমায়
ঘুমিয়ে ছিলে বাটে।
তারা ভরা আকাশটাতে
চাঁদের সে কি আলো
তোমায় যদি পেতাম সখি
লাগতো কি যে ভালো!
ঝিঁ ঝিঁ পোকার বাজনার তালে
গাইতাম মোরা গান
দাক্ষিণ হাওয়ায় উড়তো শাড়ি
নাচতো মোদের প্রাণ।
ঘাসের পরে গা এলিয়ে
করতাম কত গল্প
সুখের রাজ্যে হারিয়ে যেতাম
হার মানাতো কল্প।
চাঁদের আলোয় দেখতে পেতাম
মিষ্টি মুখের হাসি
আব ছায়াতেও... বাকিটুকু পড়ুন