রাতের অসুখ
রাতের পিঠে রাত- দৌড়ে পালাচ্ছে তারা;
কোথাও নেই কোনো প্রহরা এখন।
বিভেদের দরোজা খুলে বেরুলো কিছু নগ্ন কৌতুক,
মুখোমুখি বিগত পায়ের ছাপ;
চুপচাপ শুধু শিখছে শূন্য-
রক্তাক্ত স্পর্শ সকল ডুবেছে আজ
মিহি তর্কের ভাঁজে।
সমস্ত সুখের বিনিময়ে কিনেছি এসব
ওষদি ফসলের খেতে চাষাবাদ শেষে
মুছে গেছে তালের উৎসব;
এভাবে হেরে যাবো ভাবিনি কখনো
লিখিনি কখনো উজানের নাও।
পাশ বালিশের শোকে বিহ্বল... বাকিটুকু পড়ুন