নীরবতা
চোখে খুলে শুয়ে আছি, মুখোমুখি নিষিদ্ধ খৈলান-
শুকাচ্ছে শোক, পরিতাপ,
অতি আদরের পিনপতন নীরবতা;
অনতি দূরে যৌথ যাপন
তাকিয়ে আছে প্রার্থিত হাতে
শরীর থেকে ঝরে যাচ্ছে
ক্ষুধা-লোভ-ক্ষোভ-অভিমান...
মনের ভাঁজে ভাঁজে লেপ্টে আছে
কান্নার নিখুত দাগ;
উড়ছে শখ
প্রবাহিত সুখের অনবদ্য সন্ন্যাস-
তবু এই আড়াল মিইয়ে যাক
গজিয়ে উঠুক সবুজ উদ্ভিদ
পৌষের ডালপালায় মুগ্ধ হোক মৃতদের লোকালয়।
০৮ মে ২০২৩ খ্রি., ঢাকা।
#সানাউল্লাহ_সাগরের_কবিতা বাকিটুকু পড়ুন
