প্রহসন
তোমরা যাদের মাথায় তুলেছো তারাই এখন হাসছে
তারাই এখন জলে কাদায় তোমার মুখই মাখছে।
যাদের হাতে ছিল রক্ত, যাদের চুক্তি ছিল লজ্জায়,
তাদের কাঁধে তুলে দিলে দেশ, আজ দেশটাই গেছে গোল্লায়।
যারা পতাকা মানেনি, শোনেনি মাটির ডাক,
তারাই আজ বুদ্ধিজীবী, দেয় নীতির হাক ডাক ।
শহীদের রক্তে রঙিন এই স্বাধীনতার মানচিত্র,
বিকিয়ে দিলে দালালের হাতে এই... বাকিটুকু পড়ুন











