১ । দুদিন পর আদালত রায় দিবে, রায় ছাত্রদের পক্ষে থাকবে, কোটা বাতিল থাকবে। রায়ের পরে সরকার আরও কঠোর হবে। তখন মাঠে থাকা এখনকার মতো "সহজ" হবে না।
তাই কারো মনে কোনো "উচ্চাকাঙ্খা" থাকলে রায়ের আগেভাগে করতে পারেন, রায়ের পর আর মাঠে থাকতে পারবেন না। আর রায়ের পরে এখনকার মতো আবেগ আর এনার্জিও শরীরে থাকবে না।
২।
ফেসবুকে যে আমরা দেখছি অমুক এলাকা ছাত্রদের দখলে তমুক এলাকা ছাত্রদের দখলে চলে এসেছে গণভবনে গেরাও হয়েছে সেগুলো সব না হোক বেশিরভাগই গুজব। দুইদিন পর ইন্টারনেট আসলে সব ক্লিয়ার সবে।
কেনো গুজব বলছি কারণ এইভাবে এলাকা সরকারের দখলহীন হইয়া সরকার পতনের উপক্রম হইলে সরকার এতক্ষণে ঠিকে থাকার শেষ অস্ত্র হিশেবে জরুরি অবস্থা জারি করতো। সেটা যেহেতু করেনাই সেহেতু নিয়ন্ত্রণ এখনো সরকারের হাতে রয়েছে।
আর বংগভবনে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা এইটাতো ভুয়া, প্রধানমন্ত্রী তো বংগভবনে থাকেই না, আর এই মূহুর্তে সে কি শুধুমাত্র আলোচনার জন্য গণভবন ত্যাগ করবে? মাথায় ঘিলু থাকলে করবে না।
৩। আন্দোলনকারীদের "রাজাকার" লেভেলিং সরকারের জন্য ব্যকফায়ার করছে, কাজে লাগেনাই, সরকার এখন আন্দোলকারীদের নতুন ট্যাগ দিবে, ওবায়দুল কাদের বা প্রধানমন্ত্রীর পরের বক্তব্যেই সেটা পাবেন। আমরা নাহয় আন্দোলকারী বলছি, সরকার তো আন্দোলকারী বলবে না। মানুষকে দমন করার প্রথম পদক্ষেপ হইতেছে ট্যাগিং, তারে নতুন নাম দেওয়া, নতুন ট্যাগ কি হইতে পারে সেটা মাথায় আসছে না।
৪। রায়ে কোটা বাতিল হবে, পরে সরকার যারা মারা গেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে, পরিবারের দুয়েকজনকে সরকারি চাকরি দেবে, দুয়েকটা পুলিশ বরখাস্ত হবে, ছাত্রলীগের দুয়েকটা পান্ডা জেলে যাবে।
৫। আন্দোলকারীরা যদি রায় শেষে ঘরে ফিরে যায় তখন এইসব ভাংচুর আর অগ্নিসংযোগের দায় পরবে বিএনপিজামাতের উপর, বিরোধীদলের অনেক নেতা এইসব মামলায় জেলে যাবেন।
৬। এখন আওয়ামীলীগ ক্ষমতায় না থাইকা যদি বিএনপি থাকতো আর আওয়ামিলীগ বিরোধীদলে থাকতো তাহলে এতক্ষণে সরকার পতন হইয়া যাইতো।
(আমার এনালাইসিস ভুলও হতে পারে, আপনাদের কারো ভিন্নমত থাকলে জানাতে পারেন, আর ভবিষ্যতে কি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, যেকোনো মূহুর্তে ঘটনা যেকোনোদিকে মোড় নিতে পারে, এইগুলা ভবিষ্যতবানী না, শুধু সম্ভাবনার কথা বলছি)
সর্বোপরি চাই কোটা বাতিল হোক, যেসব পুলিশরা বিনা বিচারে গুলি করছে তাদের বিচার প্রচলিত আইনে বিচার হোক আর সর্বোচ্চ সাজা হোক, ছাত্রলীগের যারা ছাত্রদের উপর আক্রমণ করছে তাদের শাস্তি হোক।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:২৫