কলুষিত সত্তার আচরণ!
ভাবনার দেয়ালের অন্ধকারময় জায়গায় কেউ এসে আকাবুকি করলেই আমি জীবিত হয়ে উঠি, বোকা বাক্সের ক্যারেক্টার প্লে করার জন্য।দেয়ালে যদি লেখা হয় ড্রাগ এডিক্টের সাথে নক্ষত্রের মায়া জড়ানো সত্তার অপরাধবোধ অভিনয়ে ফুটে তুলতে ; আমি হৃদয়ে নিংড়ে নিংড়ে কোথায় যেন হারিয়ে যাই। কাটাতারের অন্তঃমিলে পুরোনো অভ্যাস প্রতিনিয়ত বেওয়ারিশ লাশের ন্যায় আচরণ... বাকিটুকু পড়ুন
