
যারা চাকুরী ব্যাবসা বাণিজ্য করেন তাদের সাথে কোটা আন্দোলন কারীদের কোন বিরোধ নেই। আমাদের সকল শিল্পী, মুক্তমনা ব্লগাররা কোটা সংষ্কার এর পক্ষে।আমাদের পরিবারের সদস্যরাও কোটা আন্দোলনে রাজপথে নামছে। নীচের স্ক্রিনশটে লিনার স্ট্যাটাস দেখুন। কিন্তু দেশ শাট ডাউন দিলে আন্দোলন কারীদের কি লাভ? আপনাদের পরিবারে বর্তমানে যারা রোজগার করেন তারা যদি কর্মস্থলে যেতে না পারেন তাহলে আপনাদের পরিবারের কি হবে? দেশ অচল করলে দেশের সাধারণ মানুষের ক্ষতি। এমনি আমরা গরীব। আমি নিজে গরীব। ধার দেনার অন্তত নেই। বাংলাদেশ ১ জন মানুষও নেই যার মাথাপিছু ঋণ নেই, দ্রব্যমূল্যের লাগামহীন দাম, অসহ্য গরম, অস্থিতিশীল অর্থনীতি, শ্রম বাজারের করুণ অবস্থা। সাধারণ শ্রমিকরা দিনে এনে দিনে খায়, কত মানুষ কোন রকমে ১ বেলা খেয়ে বেঁচে আছেন। এদের ক্ষতি করার তো দরকার নেই। আপনারা কোটা উঠিয়ে ক্যাডার হয়ে দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য আন্দোলন করছেন করেন, কিন্তু যে বাবা-ভাই-বোন মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কাজ করে আপনাদের মুখে খাবার তুলে দিচ্ছে, বই খাতা কিনে দিচ্ছে, পড়ালেখা করাচ্ছেন তাদের তাদের কর্মস্থলে যাওয়ার পথ অবরোধ করার অধিকার আপনাদের নেই।
প্রিয় দেশবাসী দেশে কিছু দেশ ও মানুষ প্রেমী নির্লোভ ছাত্রলীগ আছেন। তারা আজ রাজপথে আছেন।রাস্তাঘাটে কোন সহিংসতা ঘটাতে দেয়া হবেনা আজ। ইতোমধ্যে আপনারা জেনেছেন এই আন্দোলন নিয়ে শিবির জল ঘোলা করার চেষ্টা করায় এই আন্দোলন মাঠে মারা গেছে।
তাই দেশ স্ট্রাক করে নিরপরাধ দরীদ্র জনতার পরিবারের মুখের খাবার টুকু কেড়ে নিবেন না। বর্তমানে দেশে সারভাইভ করা খুবই কঠিন। তাই নিজের জব বা ব্যাবসার ক্ষতি করা যাবেনা। আমি আমার কর্মস্থলে। আপনারাও যান। কোন ভয় নেই। ছাত্ররা আমাদেরই ভাই বোন সিন্তান। ওরা কারও রুটি রুজিতে বাধা দিবেনা।
জানি শিরোনাম দেখেই আমায় অপমান হেনেস্থা অপদস্ত করার জন্য যারা একটি সুযোগের আশায় চাতক পাখির মত তাকিয়ে থাকে, আমায় এট্যাক করে কথার ছুরি দিয়ে রক্তাক্ত করার জন্য করুণার ধারা অব্যাহত রাখার মুখোশ খুলে কাপড় খুলে উলঙ্গ হয়ে মাল্টি থেকে ২৪/৭ হিংস্র হয়ে যায় তারা অলরেডি কাপড় চোপড় খুলে ফেলছে আমাকে কয়েকজনের দেওয়া হেডম বলে কুকুরের মত কামড়াবে বলে। নিজস্ব হেডম নেই। যারা কুকুরের মত লেলিয়ে দেয় তাদেরও প্রকাশ্যে আসার হেডম নেই আর যারা কামড়ায় তারা তো কুকুরের চেয়ে জঘন্য। জানি প্রতিদিনের মত এই পোস্টের পরও ছাইয়া থেকে রোদ্রে এসে করুণা না করে, পোস্ট ও মন্তব্যের মাধ্যমে, কুয়েতে বসে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ তাই বাড়িতে বসে, মোটাদাগে যে যেখান থেকে সম্ভব গালিগালাজ করবে। দেখুন এরা কিন্তু মুরগির কলিজা। কোটার পক্ষে যে আন্দোলন চলছে সে আন্দোলনে একজনেরও যাওয়ার সাহস নেই।শুধু ব্লগে ছদ্ম নামে ঘেও ঘেও করবে - " ঐ গোফরান তুই কোথায়? তোরে মেরে ফেলব, কেটে ফেলব, ব্যান করব। তুই ফকির, তুই লোন নেস, তুই পতিতা ব্যাবসায়ী, ইহুদী, কাফের, ইসলাম বিরোধী, ভারতীয় দালাল, জোকার, ফালতু, গাদ্দার, বেয়াদব, গোঁয়ার, ব্যাক্তি জীবনে এই করছে সেই করছে " মানে দুনিয়ার এমন কোন অকথ্য ভাষা নাই এরা ইউজ করেনা। কিন্তু আফসোস আমি তাদের দিচুনা। সকাল ৮ থেকে রাত ৩ পর্যন্ত এসব বেকার ফেতনাবাজ ও চুগলখোরের দল আশায় থাকে কখন আমি রিএক্ট করব। আরও আফসোস এর বিষয় লিনা আমারে বলছে "দেখ তুমি জান তুমি কি, কে কি বলছে তাতে তোমার কি আসে যায়?খবরদার ওরা যেন কোন ভাবেই তোমাকে ওদের লেভেলে নামিয়ে ফেলতে না পারে। "
একজন ইনবক্সে মেসেজ দিলেন, সত্য মিথ্যা জানিনা, চট্টগ্রামে থাকা এক শিবিরবে সদস্য যে বুয়েট থেকে পাশ করছে সে পরিকল্পনা করছে আমাকে হত্যা করবে। আমি মরতে প্রস্তুত। যে মরতে ১৫ বছর আগে থেকেই প্রস্তুত। আমারে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই।

আমায় যারা ভালোবাসেন, তাদের কাছে অনুরোধ, দেখুন গালিবাজ ব্যাক্তি আক্রমণ কারীদের কে লেলিয়ে দিয়েছে, এগুলো কার মাল্টি আপনারা জানেন, প্লিজ আমাকে গালি দিচ্ছে দিক, ওরা যখন ব্লগে আমায় গালিগালাজ করে তখন আমি আমার পরিবারের জন্য রোদে পুড়ি বৃষ্টিতে ভিজি। আপনারা কাইন্ডলি তাদের পরিহার করুন। তাদের পোস্টে ক্লিক করবেন না। মন্তব্য করবেন না। এরা ২/৩ জনের বেশী না। এরা নিজেরাই নিজেদের পোস্ট পড়ে, নিজেরাই সে পোস্টে লাইক দেয়, নিজেরাজ নিজেদের নিজেদের পোস্টে কমেন্ট করে, সে কমেন্টে নিজেরাই লাইক করে। এদের এসব সার্কাস ব্লগে এখন সবাই বুঝে ফেলছে। এদের এড়িয়ে চলুন। কোন রকম রিএক্ট করবেন না। আমি আগামী ৭ দিন কাজের চাপে ডুবে থাকব ও আমার দেশের খেটে খাওয়া মানুষের জন্য রাজপথে থাকব। প্লিজ ওদের কোন রকম রিএক্ট করবেন না।
আমাদের দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে থাকুন। ওরা গালি দিতে এলে ব্লক দিন। নিজের ব্লগ সিকউর করুন।
জয় বাংলা।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




