অর্থ পাচারকারী
শহীদুল ইসলাম প্রামানিক
এই দেশেতে আয় রোজগার
ওই দেশেতে জমা
স্বদেশ প্রেম নাই যে তাদের
কেমনে করব ক্ষমা?
এই দেশেতে জন্ম তাদের
এই দেশেতেই বড়
খাবার দাবার এই দেশেতে
মন নাই তরপরও।
নিচের থেকে উপর তলার
তারাও হর্তা কর্তা
এই পারেতে জমলে টাকা
হয়না তাদের পর্তা।
এই পারেতে জন্ম যাদের
ওই পারের গায় গান।
এই মাটিরই রক্ত মাংস
তার পরেও নাই টান।
যতই থাকুক আয়... বাকিটুকু পড়ুন