শুচি অশুচি

শহীদুল ইসলাম প্রামানিক
অশুচি ওই মুচির ঘরে
খেয়েছে সে ভাত
কুলীন ঘরে জন্ম নেয়ায়
থাকে কি আর জাত?
গঙ্গা জলে স্নান করাও
গোবর খাওয়াও ধরে
পঞ্চ গব্বে শুচি করে
তবেই তোল ঘরে।
একই জলে অশুচি কেউ
কেউবা হলো শুচি
কেউবা হলো কুলীন ব্রাম্মণ
কেউবা ম্লেচ্ছ মুচী।
তোমরা যখন গাচ্ছ সবাই
গঙ্গা জলের গান
ওই জল তো সারা জীবন
মুচিও করে পান?
যেই জলেতে কুলীন ব্রাম্মণ
শুদ্ধ... বাকিটুকু পড়ুন















