অবসর জীবন
শহীদুল ইসলাম প্রামানিক
চাকরি জীবন শেষ হলো তার
মলিন মুখে বসা
আগামীকাল রিটায়ারমেন্ট
মরণ হবার দশা।
থাকবে নাকো আয় রোজগার
থাকবে নাকো পদ
লিখতে তাকে হবে না আর
চিঠি পত্রের গদ।
ছত্রিশ বছর পার করেছে
একই নিয়ম করে
সঠিক সময় অফিস যেতে
উঠতো অনেক ভোরে।
নাওয়া খাওয়া জলদি করে
ছুটতো অফিস পানে
ইচ্ছা থাকলেও ছুটি ছাড়া
যায়নি কোনো খানে।
বাধাধারা এমন নিয়ম
থাকবে নাকো আর
বসে বসে বেকার... বাকিটুকু পড়ুন
