
পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এই বাদশা মিয়া সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও শহিদুল ইসলামের বন্ধু এবং আওয়ামী ঘরানার লোক। আওয়ামী আমলে শতশত একর জমি জোর করে, কমদামে অথবা হুমকি দিয়ে কিনেছে আওয়ামী পেশীশক্তির বলে।
নিহত দিপু চন্দ্র দাসের শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতেন। উৎপাদন বৃদ্ধি নিয়ে শ্রমিক ও মালিকদের সঙ্গে তার বিরোধ হয়। ডাকাত ও খুনি বাদশা মিয়া দিপুকে তার কোম্পানীতে হুমকি হিসেবে মনে করতো। কয়েক বার দিপুকে শাসিয়েছে এবং ধর্ম অবমাননার কথা বলে হত্যা হুমকিও দেওয়া হয়েছিল। কারখানা থেকে বের করে দেওয়ার আগে কারখানার গেটে কিছু ভাড়াটে সন্ত্রাসীদের জড় করা হয়। তারপর কারখানা থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিলে আগে থেকে প্রস্তুত ভাড়াটে সন্ত্রাসীরা ধর্ম অবমাননার কথা বলে দিপুকে পিটিয়ে হত্যা করে। যা সম্পূর্ণভাবে ধর্মের মুখোশে পরিকল্পিত হত্যা। পরিশেষে তৌহিদী জনতার নামে চালিয়ে দেওয়া।
ভাই দিপু তুই আমাদের ক্ষমা করে দিস; আমরা তোকে মানুষরুপী পিচাশদের হাত থেকে রক্ষা করতে পারিনি এ দায় আমাদের সবার। পরপারে ভালো থাকিস ভাই আর সৃষ্টি কর্তাকে বলিস 'নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে মিথ্যা অপবাদ দিয়ে হায়েনারা যে পৈচাশিক উল্লাসে মেতে উঠেছিল তার বিচার করতে।
শুক্রবার বিলাপ করতে করতে দিপুর বোন বলেন, “আমার ভাই বিএ পাস, সে বাটন মোবাইল ব্যবহার করে। ধর্ম নিয়ে তার যথেষ্ট জ্ঞান রয়েছে। নবীকে নিয়ে কটূক্তি করার মত মানুষ সে নয়।”
একই সংগে একটি স্বার্থান্বেষী মহল এই সত্য ঘটনাটিকে তৌহিদী জনতার নামে চালিয়ে দিয়ে আওয়ামী বয়ান তৈরি করছে দেশের বিরুদ্ধে অপততপরতায় লিপ্ত হয়েছে ওপাশের দাদারা ধুতী খুলে হুমকি দিচ্ছে বাংলাদেশি বলে দলীত হিন্দুকে পিটিয়ে হত্যা করেছে।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



