বেড়ালতমা
(১)
আমার একটা অসুখ আছে।
শ্বাসকষ্ট আর ভয়ের অসুখ। আমার শ্বাসকষ্ট ফুসফুসের সংক্রমণ থেকে না। আমার ভয় লাগে। আমি ভয় পাই। এই ভয়ের উৎস আমার জানা নেই। বেড়ালতমাও জানে না। তবে সে আমার ভয় কমিয়ে দিতে জানে । এই মুহূর্তে সে আমার পাশে বসে আছে। একটা লাল পাড়ের শাড়ি পরে আছে। সুন্দর।... বাকিটুকু পড়ুন
