২৫ মার্চের গন হত্যার পর । পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে এক প্রকার নিশ্চিত হয়ে যায় । বাঙ্গালীরাই সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা আর পাকিস্তানের সাথে থাকবে না । কিন্তু একই ভুখন্ডে দাড়িয়ে টেনিং ও অস্ত্র ছাড়া ঘরের শক্রুর সাথে যুদ্ধ করা যায় না ।
ভারত বাংলাদেশের পাশে থেকে নিজ স্বার্থে সেই কাজটি করেছে । পিপিলিকার মতো দলে দলে ভারতে যাওয়া জনগনকে তারা আশ্রয় দিয়েছে । গাদা বন্দুক দিয়ে টেনিং এর ব্যবস্থা করেছে । বিদেশ থেকে বাংলাদেশের শরণার্থীদের নামে প্রাপ্ত অর্থ দিয়ে খিচুড়ি রান্না করে খাইয়েছে । অবশ্য ভারত বাংলাদের নামে কত অর্থ সাহায্য পেয়েছিলো সেই হিসাব দেয়নি । জর্জ হ্যারিসনের “কনসার্ট ফর বাংলাদেশ” এই ধরনের অনুষ্ঠান গুলো থেকে প্রাপ্ত অর্থ সহ বিশাল পরিমাণ ফান্ডের টাক গুলো কোথায় গেল সে হিসাব ভারত কি দিয়েছিল? রাশিয়া থেকে সে সব উন্নত মানের অস্ত্র মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া হয়েছিলো , সেগুলোর বেশির ভাগই ভারত নিজেদের কাছে রেখে দিয়ে নিজেদের জং ধরা গাদা অস্ত্র তুলে দিয়েছিলো মুক্তিযোদ্ধাদের হাতে । সেই অস্ত্র দিয়েই বাংলাদেশের বীর সেনারা এ দেশটাকে স্বাধীন করেছে ।
বিগ্রেডিয়ার আর মিশ্রর নেতৃত্বে ১৬ ডিসেম্বর বেলা ৩টায় ভারতীয় দল ঢাকায় প্রবেশ করে । ঢাকায় প্রবেশের সাথে সাথে তিনি ঢাকা স্বাধীন করে ফেলেন । ইতিহাসের হিন্দু বখতিয়ার খলজি
যে কারনে বাঙ্গালীদের মনে এতো প্রশ্ন ভারতের সেই তথাকথিত সাহায্যের জন্য আসুন আরো কয়েকটি প্রশ্ন করি -
এক - কেন ভারত আমাদের ২৬ শে মার্চ এর পর পরই সাহায্য করল না, যদি সত্যই তারা আমাদের সাহায্য করতে চাইত?
দু্ই - রেসকোর্স ময়দানে আমাদের জেনারেল আতাউল গনি ওসমানী সাহেব ছিলেন না কেন? তাকে কি আসতে বাঁধা দেয়া হয়েছিল?
তিন - কেন আমরা ৯০ভাগ অঞ্চল মুক্ত করার পর ভারত ডিসেম্বরের ৩ তারিখ আক্রমণ করল
চার - আপনাদের মনে আছে জর্জ হ্যারিসনের “কনসার্ট ফর বাংলাদেশ” এই ধরনের অনুষ্ঠান গুলো থেকে প্রাপ্ত অর্থ সহ বিশাল পরিমাণ ফান্ডের টাকা গুলো কোথায় গেল? ভারত কি হিসেব দিয়েছিল?
পাচ - ঢাকা স্বাধীন হওয়ার পরে ১৬ ডিসেম্বর ভারতের সেনারা বিগেডিয়ার জেনারেল আর মিশ্রের নেতৃত্ব ঢাকায় প্রবেশ করে । তাদের স্বাগত জানায় বাংলাদেশের জনগন ও সেনারা । তাহলে কি ভারত মাত্র ১২ দিন যুদ্ধ করে পাকিস্তানকে হারিয়ে দিলো ?
ছয়- ভারতে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে মাত্র ১২ দিন । এই ১২ দিনের যুদ্ধে ভারত পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে ক্ষমতায় বসিয়ে দিলে গেলে তাস্বাধীনতা যুদ্ধে হলে বাঙ্গালিরা কি করলো ?
সাত - কিভাবে দেশে এতো ভুয়া মুক্তিযোদ্ধার জন্ম হলো ? ৭১ ,৭২ সালের পর ইস্যু করা সব মুক্তিযোদ্ধার সাটিফিকেট বাতিল করা হোক ।
আট - ভারতের যদি এতো হেডাম থাকতো তাহলে ১৯৭১ এর পর পাকিস্তানের সাথে কেন একটা যুদ্ধেও জিততে পারলো না ।
ভারতের অবস্থা ৭১'রে ছিলো ক্রিকেটার সাকিব আল হাসানের মতো । দল জিতার সম্ভাবনা থাকলেই কেবল দলে যোগ দেয় । স্বাধীনতা যুদ্ধে জয় নিশ্চিত জানার পরেই ভারত যুদ্ধে যোগ দিয়ে ছিলো । এবং সহজ সরল বাঙ্গালীকে বোকা বানিয়ে সকল কৃতিত্ব লুট করে নিয়ে গেলো । যুদ্ধে জয় নিশ্চিত না হলে কোনদিনই ভারত সরাসরি যুদ্ধে যোগ দিতো না ।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩