কবিতাঃ বালিকা বধূ আমি ও বর্ষণমূখর দিন
মেঘের উপর মেঘ জমেছে ঝরছে বাদলধারা
আকুল বরষায় অবিন্যস্ত প্রকৃতির আলুথালু চেহারা।
দিনের আলো ফিকে হয়ে এলো বজ্র দিলো হুঙ্কার
কোমল হৃদয় বালিকা বধূ আতঙ্কে দেয় চিৎকার।
আমি তখন সব কাজ সেরে সদ্য ফিরেছি বাড়ি
বধুয়া আমার দ্বার খুলে জড়িয়ে ধরলো সরাসরি।
অভয় দিয়ে মুখ তুলে বলি,কোথা তোমার সকল লাজ?
বধু হেসে কয়,... বাকিটুকু পড়ুন
