গল্পের নাম "আমি"

যে গল্প কেউ কোনোদিন জানবে না—তার নাম “আমি”।
ঘোর বর্ষায়, ঘন কুয়াশায়, কখনো থামি পথের পাশের বারান্দায়—
নীল গির্জার ঘন্টার তলায়।
মাঝে মাঝে বসি কফিশপের ব্যস্ত চেয়ারটায়।
বৃষ্টি ভাবে, তার জলে ভিজিয়ে আমাকে জেনে গেছে।
কুয়াশা ভাবে, তার রহস্যে আমাকে মিশিয়ে নিয়েছে।
কফির কাপ ভাবে, প্রতিদিনের অভ্যস্ত ছোঁয়ায়
সে আমাকে দেখে ফেলেছে স্বচ্ছ কাঁচের মতো।
অথচ ওরা জানে... বাকিটুকু পড়ুন









