স্বৈরাচারীতা

যাদের চোখ বিবেক থাকতেও যে দলকানা
তারই যে হিংসা বিদ্বেষ ছড়ায় মিথ্যা বায়না
তাদের স্বার্থপরতা নিঠুর, মৃত্যুকেও হারমানায়
তারা শুধু সাদা কে কালো- কালো কে সাদা
করতে সদা প্রস্তুত; বলো কি লাভটা পাও ভাই,
কি লাভটা পাও- এ জন্মের পর, তুমিও মরবে-
আমিও মরবো,তবে কেনো এতো স্বৈরাচারীতা,
কেনো এতো হিংসা, বিদ্বেষ এমন কি অহমিকা;
বাবা থাকতে অন্যকে... বাকিটুকু পড়ুন








