বিবর্তন
পৃথিবীর সব আলো তোমায় কেন্দ্র করে
ঘুরতে থাকে ইচ্ছায় বা অনিচ্ছায়-
তোমার ছায়া পড়ে আমার উপর;
তোমার শরীরের ছায়া,
তোমার ছায়ার শরীর,
আমাকে বেঁধে রাখে তোমার আয়নায়।
আমার ভীত কম্পমান হাত
শুধু তোমার হাত খোঁজে।
তোমার কোমল সত্ত্বায়
ভর দুপুরের নিষিদ্ধ আহ্বান ছিল।
কিন্তু তোমার শরীর আমার পুণ্যস্থান
আমি ভূপর্যটকের মত
মুখোশের অন্তরালে তবু হেঁটে গেছি।
তোমার শরীরের ছায়ার মাঝে
তোমার ছায়ার... বাকিটুকু পড়ুন










