হ্যালো প্রিয়তমা
ভ্রমরকালো তোমার চোখে
মহাবিশ্বের বিবেকের তান খেলা করে!
আমি ঐ চোখের কাছে পরাজিত
হই যেন ইচ্ছায় কিংবা অনিচ্ছায়!
তোমার ওই চোখের মায়ায়
এ হৃদয় যেনো বারবার শুকায়
সর্বদাই শুকিয়ে রয়!
তোমার ইলমের দ্ব্যর্থ চিৎকারে
তোমার কোমল বুক পাঁজরের ধিক্কারে
আমার ইচ্ছেরা কি ভীষণ অসহায়!
মানবাত্মার সমুদ্র আবাহনে আমি
আজ দেখ কি অদ্ভুত নিরুপায়!
আজও আমার চোখ অবিকল
বিস্ময়ে তাকিয়ে দেখে... বাকিটুকু পড়ুন
