অসমাপ্ত
সে দাঁড়িয়ে আছে,
চোখের আড়াল থেকে আরো আড়ালে,
মনের আড়াল থেকে আরো আড়ালে;
স্মৃতির দেয়ালে শুনতে পাই
তার নিঃশব্দ ডাক—
যেখানে আজ ছড়ানো কত কুৎসিৎ কালো দাগ।
প্রতিদিন বাড়ছে ধার-দেনা,
সুদের সুদ,
আমি নই কারো মঙ্গল কিংবা বুধ,
আমার স্বপ্ন ছিল শুধু নিস্তব্ধ রাত্রের মত অসীম ঘুম—
আজ সেই স্বপ্নের আকাশ কুয়াশায় গুম।
একদিন আমি লিখেছি চিঠি, মেঘের... বাকিটুকু পড়ুন















