পৃথিবীর সব আলো তোমায় কেন্দ্র করে
ঘুরতে থাকে ইচ্ছায় বা অনিচ্ছায়-
তোমার ছায়া পড়ে আমার উপর;
তোমার শরীরের ছায়া,
তোমার ছায়ার শরীর,
আমাকে বেঁধে রাখে তোমার আয়নায়।
আমার ভীত কম্পমান হাত
শুধু তোমার হাত খোঁজে।
তোমার কোমল সত্ত্বায়
ভর দুপুরের নিষিদ্ধ আহ্বান ছিল।
কিন্তু তোমার শরীর আমার পুণ্যস্থান
আমি ভূপর্যটকের মত
মুখোশের অন্তরালে তবু হেঁটে গেছি।
তোমার শরীরের ছায়ার মাঝে
তোমার ছায়ার শরীরের মাঝে
নিবিড় আকর্ষণে অচেতন হয়ে
মশগুল হয়ে মুখোশ খুলে জেগে উঠেছি
অন্য আকাশের তলে।
তারপর হৃদয়ের দেয়াল ভেঙে ডুবে গেছি যমুনায়
আমার বিবশ যন্ত্রণা সেখানে মিশেছে-
যমুনার জল হয়ে গেছে আরবের শ্রেষ্ঠ আতর!
আমি ভেজা শরীর নিয়ে তীরে এসে তার,
আরেক মহাজাগতিক সত্ত্বার অন্তরালে হারিয়ে গেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



