দ্বিমানুষ

আমাকে মানুষ বলে ডেকোনা তুমি,
'মানুষ' কিন্তু আসলে সরলরৈখিক সত্তা নয়।
বুকের একপাশে দেবতারা ফুঁ দেয় শংখে
অন্যপাশে দানবেরা ফুঁসে উঠে রাগে, ক্রোধে!
ভেবে নিতে পারো
আলো আঁধারের নিঁখুত তবু অনিশ্চিত মিশ্রণ,
আমাকে সমসত্ত্ব দ্রবণ ভেবোনা তুমি আর,
সামান্য নাড়াচাড়া দিলে ভেংগে যেতে পারে,
দ্রব আর দ্রাবকের সুনিপুণ সমাহার!
আমি ঠিক 'মানুষ' নই,
কারণ মানুষ পারেনা হতে এক প্রকৃত... বাকিটুকু পড়ুন


.jpg)






