কর্ম জ্ঞান

রোদে পুড়া কথার আবেগ যেনো
পশু হয়ে যাচ্ছে, রক্তাক্ত উঠন;
জ্ঞানের আলোই দেখি দলকানা সব
বিশ্বাসের আম গোড়াই যেনো-
মুর্খ আবেগ মৃত্যুবরণ করছে;
কি ভাবে শ্রেষ্ঠত্ব দাবিদার করছি-
এই বাস্তবতায় হিমশীত হয়ে যাচ্ছি;
হিমালয় হারমানায়- তবু আবেগটা
অনুকরণ নয়- ফেরেস্তার ওহি হোক-
মধুগুণে সমস্ত বাস্তবতার কর্ম জ্ঞান।
২৪-১১-২৫ বাকিটুকু পড়ুন







