এক পাড়ায় এক গুন্ডা আছিলো। চুরিদারি, গুম খুন কইরা সে বারংবাং ধরা খাইত। পেত্যেকবারই বিচার সালিশ বইসলে লোকে বলিত- চুরি করিলি কেন? সে বলিত লোকেজনে দূয়ার আটিয়া ঘুমাইনা কেন? ইডা কি আমার দুষ? গুম করিলে ধরা খাইলে লোকে বলিত গুম করিলি কেন? সে বলিত ঐ লোক আমারে গালি দিসিলো তোরে তোরে মুইত্যা ভাসায়া দিমু, কেহ খুজিয়া পাইবে না তাই তারেই গুম কইরা দিলাম। কেহই তারে খুজিয়া পাইতসে না। খুন করিলে লোকে বলিত খুন করিলি কেন? সেই লোক বলিত ঐ লোক চাকু লয়া বইসা ছিলো কেন? তাই তারেই খুন কইরা দিলাম। আমার কি দুষ ইখানে? মোদ্দা কথা তাহার কুনো দুষ নাই হক্কল দুষের দুষি অন্য লোকেজনে। হক্কলে দুষী, হক্কলে অপরাধী, হক্কলে মূর্খ, গর্ধব তয় তিনি বালা, নির্দোষ। হেষে একদিম বেডা ডাবগাছে উডিয়া ডাব পাড়িতে গিয়া বেমক্কা গাচ হইতে পড়িয়া ধরাশায়ী হইয়া চেচাইতে লাগিলো। কেডা কোনপে আছেন বাহে আমার কোমর ভাঙ্গি গেছে। আমারে এলা উডান দরি। লোকজন আহে না, হক্কলেই নীরব। হেষে চেচানীতে দুএকজনার দয়া হইলো। তারা গিয়া তারে টাইনা উডাইয়া কহেন, চাচা আপনে অন্যের গাছে উডছেন কেলা। চাচামিয়া কহেন, উডছি বালা করছি। তালগাচডা আমার।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৫:১৩