
মুক্তিযুদ্ধ চলাকালে বেগম জিয়ার মুরগী মগজে এই যুদ্ধ সম্পর্কে কোন ধারণা ছিলো না; বেগম জিয়া বিশ্বাস করতো না যে, বাংগালীরা পাকীদের মতো শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করতে পারে; উনি সেই বিশ্বাস থেকেঈ নিজের পলাতক অবস্হান থেকে নিজেই পাকী বাহিনীর সাথে যোগাযোগ করে ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে উঠেছিলো। ইহা জিয়া, যেডফোর্স ও ১ নং সেক্টরের লোকজনের জন্য লজ্জাজনক ঘটনা ছিলো।
পাকী অফিসারেরা সব সময়ই টাউট ছিলো; তারা বেগম জিয়াকে আশ্বস্ত করেছিলো যে, পাকী সেনাদের দেখলে ভারতীয় যোয়ানরাই প্যান্টে হিসু করে দেয়, সেখানে শিয়াল দেখে আঁতকে উঠা বাংগালী তো কাঁপতে কাঁপতেই শেস হবে।
বেগম জিয়া পাকীদের সাথে পশ্চিম পাকিস্তানে পালিয়ে যাবারও প্ল্যান করেছিলো; কিন্তু উনার হিরোরা পাকিস্তান যাওয়ার আগে ভারত সফর করেছে; ফলে উনার যাওয়া হয়নি। ১৬ই ডিসেম্বর উনার স্বপ্ন ভেংগে দিয়েছিলো।
সেই বেগম জিয়াকে ১০ বছর সরকারীভাবে বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্হিত থাকতে হয়েছে; বেচারীর জন্য এই দিনটি ছিলো নারকীয় ঔষধ গিলার মতো দিন।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



