
দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয় দালালরা ভারতে ডেকে আনে। ভারত এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিল কীভারে বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে নিজেদেরকে সম্পৃক্ত করা যায় যাতে পাকিস্তানকে ভেঙ্গে দুটুকরো করা যায়, পাকিস্তানকে দূর্বল করা যায়।
আমরা চেয়েছিলাম পাকিস্তানের লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে নিজেদের স্বাধীনতা। চেয়েছিলাম নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে, নিজেদের মাথা উঁচু করে রাখতে, চেয়েছিলাম একটি স্বাধীন পতাকা। অপর পক্ষে ভারত চেয়েছিল পাকিস্তানকে দু টুকরো করা, দূর্বল করা। ভারত কোন ভাবেই আমাদের স্বাধীনতা চায়নি; তাদের চাওয়া ছিল ভিন্ন। তাদের চাওয়া ছিল দূর্বল প্রতিবেশী রাষ্ট্র যার ওপর প্রতিনিয়ত ছড়ি ঘোরানো যাবে এমন একটা দেশ।
ভারত যদি স্বাধীনতাই চাইতো তাহলে কেন জম্মু ও কাশ্মীরের স্বাধীনতা দিচ্ছেনা? সিকিমকে কেন গিলে খেলো? হায়দারাবাদ, জুনাগড় কেন দখল করলো? বাংলাদেশের প্রতি তাদের এতো দরদ উথরে উঠলো কেন? বাংলাদেশের প্রতি দরদ উথরে ওঠার মূল কারণ হলো পাকিস্তানকে দু ভাগ করা। যা গতকাল মোদি ও অন্যান্য নেতাদের টুইট থেকে স্পষ্ট।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



