মনুষ্যত্বের কাল

তোমার আত্মার মধ্যে কুকুর হিংসা
মনুষ্যত্ব নেই, হিংসা খেকো হায়না;
তবু দুঃখ নেই- অনুশোচনা নেই-
নেই যে ভয়ের লজ্জামুখি চেহারা;
অথচ কি করে পারলে আট আটা
প্রাণীর প্রাণ হত্যা? মায়ার বাতাস
সমগ্র অঙ্গে কলুষিত হয়ে যাচ্ছে-
তুমি আমি কেমন মনুষ্যত্ব দেখি?
ঘর বাহিরে পোষাপ্রাণীর মায়ার জাল-
কেনো দেখলাম না মনুষ্যত্বের কাল?
০৩-১২-২৫ বাকিটুকু পড়ুন















