somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আমার পরিসংখ্যান

আলমগীর সরকার লিটন
quote icon
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

জেগে উঠে শরীরটা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:২০


সময়ের শরীরটা বরফছিল
কিন্তু কখন রক্ত গলা বরফ
গড়ে গড়ে ক্ষত বিক্ষত নদী হলো;
রক্তাক্ত হলো বালুচর!
চারপাশে নীরব জনতার ঢেউ,
মেঘাচ্ছন্ন বৃষ্টি বাদলও স্তব্ধ;
কি হবে এখন শরীরটার?
সমস্ত কাক, ফেশকুল্লা শারিবদ্ধ
চিৎকার আর্তনাদ খানিক বজ্রপাত থামল
মুচকি হেসে জেগে উঠে শরীরটা-
রক্তাক্ত স্বপ্ন বিভোর মনটা।

২৫-৭-২৪
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২০ বার পঠিত     like!

তুমিই নীহারিকা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ১১:০২


সমস্ত কবিতা আজ আমার বাকরূদ্ধ:
ভাষা নেই, অশ্রুসিক্ত- দেশ ও মাটি;
ওদের হৃদপিণ্ড নেই, আছে ক্ষমতা!
ওদের সন্তান নেই, আছে শুধু ক্ষমতা!
তাই নিরবিগ্নে চালায় তোমার বুকে গুলি,
রক্তাক্ত বাংলার বর্ণমালা- কবিতা আরও
জেগে উঠো সূর্য গোলা ভোর কিংবা
একমুঠো সূর্য জয়! তোমার রক্ত ব্যথা নয়-
"আবু সাইদ" তুমি অমর এই কবিতায় চলাচল
বাংলার ঘরে ঘরে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৭ বার পঠিত     like!

কাক কা কা করছে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই জুলাই, ২০২৪ সকাল ১১:১৫


মৃত্যুর ডাকঘর টিয়া পাখি
তুমি ডাব গাছেই থাক!
তোমার চারপাশে এক দল
কাক- কা কা করছে-
ভীষণ মৃত্যুর আর্তনাদে;
তোমার আকাশে কালবৈশাখী মেঘ
এই মৃত্যুর ডাকঘর বুঝিস না,
আর কত চাই টিয়া পাখি-
আর কত ঠোঁট রাঙাইবি !
অষ্টাদশী ভাববি, পাখা পা গুঠে যাচ্ছে
তবু শকুন চোখ থামছেই না-
এই শস্য শ্যামল মাঠ আজ বিবেগহীন
শুধু হিংস্র... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৯ বার পঠিত     like!

অট্টহাসির প্রবাদ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০৬

নেট থেকে সংগ্রহ

শিশির ভেজা ভোরের পরিবেশটা সাদা
রঙের পায়রা উড়ানোর আর্তনাদ-
সন্ধ্যাটা যেনো রঙিন জোছনাময় কায়া;
বিকালটা জলধারা যমুনার ঢেউ
সুখটা গোলাপ ফুলের বালুচর-
শ্মশান যেনো প্রণয়ের গন্ধ বাতাস
যেখানে শকুনের অট্টহাসি প্রবাদ-
বিচ্ছিরি ভাষার বিদ্বেষ রূপ সাজনো
সেখানে ব্যঞ্জন বর্ণের বেদনাই বা কি
সমস্ত মন কায়া জনসমুদ্রে করছে স্নান;
নুনা জলের মূল্যই বা কি আছে তার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩০ বার পঠিত     like!

এই বৃক্ষ মায়ায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই জুলাই, ২০২৪ সকাল ১১:১২


এই বৃক্ষ কখন ছায়া দিবে-
পিপাসা মিঠাবে- কখনো জ্বালানি;
খাট পালঙ্ক- এমন কি ছোট ঘরের ছাউনি!
কি করেছি এই বৃক্ষের জন্য?
তবু মানুষ ভাবি অনেক কিছু-
মূল বান দেখি দু'চোখ ভরে
বাস্তবতা কোথায়- মাটির বিছানায়
অম্লান হয়ে ঝরে বুঝি বৃষ্টির পাতায়
আর খুব প্রয়োজনে আনন্দে আলাপনে
সাজাই বন্ধু নামের এই বৃক্ষ মায়ায়।

১৪-৭-৪ বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৩ বার পঠিত     like!

আউশ ধান

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১১ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৩৪


এক দিন আউশ ধান উঠানে হাজির!
গন্ধটা ঠিক, কখন বাউর হলো- বুঝে
উঠতে পারলাম না,তারপর কত উৎসব
নাচ, গান, সিনেমা দেখা আর কত কি?
হঠাৎ সফলের মাঠে আর আউশ ধান
দেখা গেলো না, চুপচাপ আইল পাথারে
কেমন জানি শ্মশান, তবু আউশ ধানের
গন্ধ নাকে আসতো, অচমকা- বেশ ভাল
আউশ ধানের ডোল হয়েছে- ডোল ভরা ধান
হাঁটু ভেজা জলের কথা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৪ বার পঠিত     like!

কোটা মুক্ত আম পারি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই জুলাই, ২০২৪ সকাল ১১:২২


যে কোটা নির্দিষ্ট একটা গাছের
আম পারা ছাড়া, অন্য গাছের
আম পারা যায় না- সেই কোটার
দরকার আছে কি? অবশ্যই
কোন দরকার নেই; চলো-
কোটা মুক্ত আম পারি সবাই
মিষ্টি আম পেট ভরে খাই !
অন্যকে খাওতে সাহায্য মিলাই;

১০-৭-২৪ বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩০ বার পঠিত     like!

দুলপাট্টা প্রেম

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই জুলাই, ২০২৪ সকাল ১১:০১


দেখো দুল পাট্টা পাতার প্রেম
বড়ই চমৎকার দুল দিয়েই যাবে-
কিন্তু পৃথিবীর স্বাদ, আহ্লাদ এমন কি-
আলো বাতাস ঘ্রাণ পাবে না;
যাই বলো একে জীবের প্রেম
বলে না- মোহ উল্ট বাঁশি- যেখানে
সুর তাল লয় নেই- তবু দুর্বার
গতি চলছে বুঝি দুলপাট্টার প্রেম!
অশেষে কলঙ্কিত হলো ধুলিবালি
মাঠ ঘাট আর চিকন আইল পাথার
এভাবেই যাক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৪ বার পঠিত     like!

মন কায়া

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১৩


গভীরতা বুঝা হয়নি
সমুদ্রের ত সীমানা নেই;
তবু সাঁতার কাটে-
হয় তো এখানে, নয় তো অন্যখানে
ক্ষত যেখানে- গভীরতাও সেখানে-
যা কিছু প্রণয় বলে না,
হাড্ডির সাথে হাড্ডি-
শিনার সাথে শিনা মিশিয়ে
গভীরতা চিনতে হয়!
নয় তো ওমনি থাকে মন কায়া;

২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই’২৪
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৮ বার পঠিত     like!

জন্ম দিন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:০৭


এই জন্মের প্রথা শুধু
জল মাটির সাথে মিশে যাচ্ছে;
ঘাসফড়িংরা জন্ম দিনের
শুভেচ্ছাই দুলছে!
ও দিকে চাঁদ মুচকি হাসির
আড়ালে অমবস্যায় ঢাকছে;
যেখানে দলছুট মাঠে প্রণয়ের
আকাশ ঘুড়ি হয়ে গেছে-
সেখানে কি করে জন্ম দিন
সুমিষ্টি প্রণয়ে আশা জাগে-
কেক বিস্কুট উইপোকা বাসর ঘর
তবু নিজেই নিজে শুভেচ্ছা নেয়
আজ নাকি আমার জন্ম দিন!
২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই’২৪
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৭ বার পঠিত     like!

দুষ্টুমির বায়না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৪ ঠা জুলাই, ২০২৪ সকাল ১১:২৮


কোন খেলা প্রিয়ছিল, বন্ধু বলল না-
গোল্লাছুট নাকি বদমদাড়-
ফুটবল নাকি ক্রিকেট!
খেলতে- খেলতে সন্ধ্যা;
বইয়ের টেবিলে বন্ধু আন মনা-
ভোরের শিশির ভেজা হাঁটা
তারপর স্কুল- স্কুল শেষে আবার
ঐ আলই পাথার দৌড়ে ছুট;
সবাই ভুলানাথ দুষ্টুমির বায়না-
আয় ফিরে আয় মাঠে খেলিনা!
শূন্য মাঠে থাকবে পরে কায়া-
একটু না হয় ভাবিস, জল না- জল না।


২০ আষাঢ় ১৪৩১, ০৪... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

এক ঝাঁক পরামর্শ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা জুলাই, ২০২৪ সকাল ১১:১২


পরামর্শ, এখন বৃষ্টি বাদল নেয় না;
সবার মনে এখন চৈত্র পুড়া খরা-
প্রশান্তি সহ্য হয় না- কারণ ছোট
হবো বলে পরামর্শ এখন সমুদ্র!
জল খেলার বায়না,কোথায় খুঁজি
মুখ দেখার আয়না,সেও বলে পচা
বাতাসের গায়ে- এসি কি যে বেদনা
একটু বুঝতে সময় বাজায় সজনা-
তবু গলা ভরে থাক এক ঝাঁক পরামর্শ
অথবা তীক্ষ্ণ মরিচের ঝাল বসনা।

১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই’২৪
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৯ বার পঠিত     like!

প্রণয়ের ঝাক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা জুলাই, ২০২৪ সকাল ১১:২৯


এদিক সেদিক শুধু শ্রাবণ ডাকে,
তবু ফুটে না কলি!
গন্ধ পাপড়ি বহুদূর-
ভাসে না নাকে,
এই পূর্ণিমায় যদি আসে-
এক কাপ গরম পানি
পিপাসা শুধু মুখে
তৃপ্তির জানালাটা খুলে যাক
আষাঢ় কিংবা শ্রাবণে
দেখো দেখো দৃষ্টি ছুঁয়ে-
এদিকে সেদিক প্রণয় ঝাকে।

১৮ আষাঢ় ১৪৩১, ০২জুলাই’২৪
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৯ বার পঠিত     like!

শ্রাবণের বন্যা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা জুলাই, ২০২৪ সকাল ১১:২৯


বৃষ্টির দিনে আষাঢ় কাঁদে না
বজ্রপাতে মন পুড়ে না-
কি মেঘ শূন্য আকাশ
লাগে না প্রশান্তির বাতাস;
শুধু স্মৃতির বাতায়নে
বয়ে যায়- কি যে বেদনা
মন কায়া দোসর বুঝে না
গভীর জল কাদার ঢেউ
নদী জানে না- হারিয়ে গেছে
ফাল্গুনের মন বাসনা,কি যে
শ্রাবণ- শ্রাবণের বন্যা।

১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই’২৪
বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৬৫ বার পঠিত     like!

সুখের খবর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ৩০ শে জুন, ২০২৪ সকাল ১১:০৫


কি সুখে, ডুবে মরে
সুখ চিনলাম না রে-
সুখের আগে উড়ে গেলো
কার সাদা আসমানে;

বামন হইয়া সুখচিনি কার
দুঃখেই বন্যা আজ রবি বার
বুঝাবুঝি থাকলে পরে
জলশুকনো বৃন্দাবনে;

বাঁচ্চা মরার খোজ খবর
কেউ জানে না, উড়া পাখির মন
বাতাসের গায়ে গন্ধ উড়ে না
চন্দ্র পোড়া বাসর জুড়ে;

৩০-৬-২৪ বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৯৪২৩৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ