বিনম্র শ্রদ্ধা

মাটির বুকে বুদ্ধি শূন্য করতে চেয়েছিল
অবশেষে নাক নির্বিঘ্রে গুলি আর গুলি
তাজা মাটির বুকে রক্তাক্ত বন্যার স্রোত
ওরা হায়নার চেয়েও ভয়াভয় নির্দয় পশু
সম্প্রীতির কালো মেঘের ঘনবসিত ছায়া
কান্নার বৃষ্টি আর বৃষ্টি- আর্তনাদ যেনো
বজ্রপাত কে হারমানোর মতো দৃশ্যপট-
ঝরে গেলো মাটি থেকে বুদ্ধিমত্তার ভাষা
আর নাম না জানা বুদ্ধিজীবী হত্যার খেলা
শহীদ বুদ্ধিজীবিদের জানাই বিনম্র... বাকিটুকু পড়ুন















