
এই তরুলতা শস্য শ্যামল সমারোহে
আর্তনাদ ভেসে যাচ্ছে-কোন আসমানে
আছো ভাই আমার কোকো, তোমাকে
তোমাকেই শুধু ডাকছে এই গ্রাম, শহর-
এই আইল পাথারের পথ ঘাট নদী নালা
ধূলিমাখা রাস্তার মোড়- চলে এসো ভাই!
তোমার স্বপন বুনানো সবুজ ছায়া ক্রীড়াঙ্গন;
ভুলার মতো নয় তুমি সোনালি স্মৃতির মহর
কত পূর্ণিমা রাত এসে যায় খুঁজে ফিরি ভাই
শত তারায় চাঁদের দৃষ্টি...
বাকিটুকু পড়ুন