বুঝো ময়না ধন

ঐ দূর থেকে দেখেছি
নিধু নিথয়া পাখি পালায় না
তবে আপনা ঠিকানায়
ঠিকি যায় উড়িয়া- উড়িয়া;
এই যাওয়া- কেউ দেখ না-
দূশ্যহীন মৃত লাশের গন্ধ
বাতাসের গায়ে বিড়াল চোখের
ভাবনায় নিঃশেষে সমাদি;
তবু নিধু নিথয়া পাখির ছলনা-
একটু হলোও বুঝো ময়না ধন।
১১-১১-২৫ বাকিটুকু পড়ুন















