somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আমার পরিসংখ্যান

আলমগীর সরকার লিটন
quote icon
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কবিতার শৈশব

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৫ ই জুন, ২০২৩ দুপুর ১২:২২



কবিতার যদি সোনালি শৈশবের ঘ্রাণ না থাকে
তাহলে কিসের লাবণ্যময় কবিতার চয়ণ
মুখে হাতে পিঠে সব জায়গায় শৈশব
নদীমাতৃক হেঁটে যাচ্ছে বালুচর হাসছে
ফসল ভরা মাঠ আর মাঠ যেনো নবান্নের
গন্ধ পাগল! শ্রাবণের চোখে থৈ থৈ জল
তারপরও শৈশব দীর্ঘশ্বাসের অনল
এটাই সত্য একটা মৃত্যু দেখে না শৈশব
অতঃপর ঐখানে নিঠুর শৈশবের চিহ্ন নেই
এখানে খুঁজে ফেরে কবিতা সুখের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৮ বার পঠিত     like!

গত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা জুন, ২০২৩ সকাল ১১:৩৮



ঐ নদী ভাবে না
তার গভীরতা কত!
খর স্রোতে ভাঙ্গে
শুধু ঘর বাড়ি শত;
ফসলি জমি বুঝলো না,
ক্ষতিটাও জানলো না-
এভাবেই চলছে নদী
যুগ ‍যুগান্তর করে ক্ষত;
অভিমান চোখে বৃন্দাবন
এমন কি বালুচরে গত।


১৮ জ্যৈষ্ঠ ১৪২৯, ০১ জুন ২৩ বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৯ বার পঠিত     like!

মনে রাখে না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ৩১ শে মে, ২০২৩ সকাল ১০:৫১



দিয়াশালাই মনোভাব করা ঠিক নয়;
আগুন জ্বললে নিভানো বড় দায়!
মন চাইলেই সিগারেট টানতে যাও না
গভীর নিরিবিলিতে ভাবো; দিয়াশালাই
জ্বালাবে কি না? ভেবো না ধোয়ায়
কেউ জাগবে না- নিঃশ্বাসে টানো টানো
সেকেন্ডের আগেই হয়তো সুখ পাবে-
তারপর সোনালি ভোর, সবুজ আকাশ
মিষ্টি সুবাসে বাতাস ভরা উঠান- উঠান
তাতে কি জ্বলন্ত আগুন কেউ মনে রাখে না।


১৭ জ্যৈষ্ঠ ১৪২৯, ৩১... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪১ বার পঠিত     like!

ভিসা ভোট

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে মে, ২০২৩ সকাল ১০:১৯



অবাধ সুষ্ঠু ভোট দানে
আমেরিকার ভিসা
বাহ বাহ কি চমৎকার!
কেউ আর বলতে পারবে না রে বাবা
মামা বাড়ির আবদার;

কি সাঙ্ঘাতিক চিন্তা রে বাবা
হোক না অবাধ সুষ্ঠু ভোট
ইতিহাস শুধু সাক্ষী থাক
অসুষ্ঠু ভোটে ভিসা নাপাক
নতুন আঙ্গিকে হোক ভিসা ভোট।


১৫ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৯ মে ২৩ বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৫২ বার পঠিত     like!

আড়ি চোখি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে মে, ২০২৩ দুপুর ১২:০৪



পদ্মার মুখে সর উত্তর নেই
প্রশ্নগুলো পদদলিত হচ্ছে
গঙ্গার ছায়া তলে যমুনার
স্রোত, ভাঙ্গছে বেশ! শুধু
শুধু বোবা কান্না, নীরবে
রাক্ষসী দেহ মন হাসি সব-
কোথায় গড়বে ঘরবাড়ি?
মাটি নেই- শ্মশ্মান খাটি;
জলশুকনো জলেই ফোট
বালুচর দেখো! আড়ি চোখি।


১১ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৫ মে ২৩ বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৭ বার পঠিত     like!

নিরুত্তর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৪ শে মে, ২০২৩ সকাল ১১:৫৬



নিরুত্তর বুকে শাপলার ঝিল
সোনালি হাতে নির্বাক আমি
আকাশে খুঁজা চাঁদের মুখ
মৃত্তিকায় সরষে ফুলের সুখ!
আগুন জ্বলা কষ্ট নেই সন্ধ্যার
দ্বীপ- নিরুত্তর হাসে শুধু জল
শুকনো বিল এই আমি অমিল
পেলাম না আর প্রণয়ের মিল;
আকাশে বৃষ্টি- মাটিতে কাদা-
মেঠোপথে ধূলি গায়ে নিরুত্তর।


১০ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৪ মে ২৩ বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪৮ বার পঠিত     like!

তারায় তারায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে মে, ২০২৩ সকাল ১১:১৬



জীবনের অসত্য গুলো
দেহের লোমের সাথে খেলে;
পাশের বাড়ির চাঁদটা হেঁটে যায়
ঝিলমিলি আলোয়- আলোয়
তবু ময়না পাখির হাসিটা
সবুজ সোনালি ঘুড়ি, সন্ধ্যার তারায়-
তারায়, একগলা ভোরের আর্তনাদ
শুধু জেগে উঠা চোখের কান্না;
ডুবে যায় জীবনের সত্যগুলো- আয় রে
আয়- ফড়িং ঘাসে দুলি তারায় তারায়।

০৯ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৩ মে ২৩

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     like!

শব্দ সন্ত্রাস

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২২ শে মে, ২০২৩ দুপুর ১২:০৯



আজ কাল মিষ্টি পাখিদের মুখে
প্রায় দেখছি- শুনছি, শব্দ সন্ত্রাস
কি রক্তাক্ত তার শব্দ তলোয়ার-
ভাবায় যায় না; শব্দ দিয়েই যত
হত্যা, খুন- এমন কি নেয়, শব্দ সন্ত্রাস
করছে না, মাঝে মাঝে এই সন্ত্রাসের সাথে
যুদ্ধ করতে হয়- কত বার খুন হচ্ছি-
বেঁচে যাচ্ছি- তবু শব্দ সন্ত্রাসের তান্ডবে
ঘুমপারানি খাটে, ঘুম নেই- মুখোমুখি
প্রতিরক্ষা হাত পা চলচ্ছে শব্দ সন্ত্রাস।

০৮... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫২ বার পঠিত     like!

ফু দিয়ে যা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৩ সকাল ১১:৪৯



দালালবাদ আর পুঁজিবাদ
একই ধান্দাবাদের বাতাস
মুখোচোর আর জুতোচোর
একই ঘরে শিং খুরার রাত;
কে শিক্ষিত- কে মূর্খ বুঝা
বড় ভার! পেন্ট শার্টে বাহার;
সব একই মাটির দেহ পা
জীবন চলে শূন্য ফু দিয়ে যা!
দালালবাদ আর পুঁজিবাদ
একই সূত্রে ফুলের মালায় কাদ।


০৭ জ্যৈষ্ঠ ১৪২৯, ২১ মে ২৩ বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৭ বার পঠিত     like!

গন্ধ ভারি দামে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই মে, ২০২৩ সকাল ১১:১৩



নাকের ডগা যাচ্ছে ভেসে
এই আম জ্যৈষ্ঠ মাসে;
দুধে আলতা তাও হাঁটে
রাস্তার মোড়ে- মোড়ে;
হাট বাজারে গন্ধ ভারি দামে
তবু কি অন্যকিছু মানে
জ্যৈষ্ঠ মাস রসে মাতাল
জামাই শ্বশুর কি শুনে
আম লিচু হরেক ফল
চোখ জুড়ে মন ইশারায়
শুধু কি হাত ছুঁতে লাভে
এই আম জ্যৈষ্ঠ মাসে।


০৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৮ মে ২৩ বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৫৮ বার পঠিত     like!

জোছনা স্নান

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই মে, ২০২৩ সকাল ১১:৩৮



এই বৃষ্টি শীতল আকাশ মাটি
দেহের অঙ্গীনায় ভেজা মাথা;
হাসির ঠোঁটে উজ্জ্বল করা মুখ!
উঠানে সন্ধ্যা সোনালি তারা
অবাক করা সময়ের পিছু ছুটা
ঘুম পারা খাট-জনস্যখ্যায় মাঠ
দক্ষিণা জানালার ফাঁকে সোনালি
ধূলির গরমে- নদীর ঢেউ তুলা
গন্ধ ভারি বাতাসে- জোছনা স্নান।

০৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৭ মে ২৩
বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫১ বার পঠিত     like!

যত জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই মে, ২০২৩ দুপুর ১২:১১



তুমি দেখো চোখের জল ঝরাতে
কোন মেঘের বজ্রপাত লাগে না
এমন কি জোয়ার ভাটার ক্ষণ;
বুকের মধ্যে এতটুকু মমতার
পাহাড় থাকলেই হলো মন!
সংসার ধর্মে বাঁধ দিতে পারো
জলোচ্ছ্বাস যাতে না হয়! তবু
দেখো হাতের ছুঁয়াই যত জল-
এটা কোন নিয়তির ফল নয়
চোখে দম থাকলে যত জল বয়।


০২ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ মে ২৩ বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪৬ বার পঠিত     like!

টক বক বক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই মে, ২০২৩ সকাল ১১:৪৭



১৫ কোটি খেলোয়াড়
খেলছে সময়ের সেকেন্ডে হরদম!
স্লোগানে মুখিরত চোখ মুখ দাঁত
এমন কি হাত পা ভেসে যাচ্ছে-
জলশুকনো মাঠ ঘাট; মেঘশুকনো
ভেজা বৃষ্টিতে খেলা হবে! খেলা, দম দম;
অথচ গাঁয়ে পারের খেলোয়াড় দাঁড়িয়ে
দেখছে শুধু মায়ের শূন্য আচল
আউশধানের নবান্ন উঠান আর জ্যৈষ্ঠের
গন্ধ বাতাস উড়ে- হাতের তর্রজনি ভার
যত ভাজ ঠোঁটের আড়াল
খেলা হবে! খেলা, খট খট, টক... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৪৮ বার পঠিত     like!

চোখে জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই মে, ২০২৩ সকাল ১১:৩৬



সোনালি স্মৃতির গায়ে জল জল
বাবা বলে সময় হয়েছে স্কুলে যাও
মাঠে কাজ করতে হবে না আর
আম কুরাতে কালবৈশাখী ঝড়;
সোনালি স্মৃতির গায়ে জল জল
মা বলে পড়া হয়নি খাবি কখন!
বর্ষার দিনে খুব কষ্ট হতো চঞ্চল
মনে ছুটাছুটি- রাস্তায় ঘুরাঘুরি
পড়া হয়নি ভয়ে টিভিন পলানো-
তারপর আজ কেবলি চোখে জল।


৩১ বৈশাখ ১৪২৯, ১৪... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!

একাকীত্ব

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১১ ই মে, ২০২৩ সকাল ১১:১৩



পরিবর্তনের সময় দেখে
উচ্ছলে ওঠে মন বন্দর;
হাসির ইট ভাটা জ্বলছে
সবুজ ঘাসে ঠোঁটের সময়
অথচ সোনালি চোখগুলো
হিংসার অনল! পুড়ে যেতে
চায় না সকাল দুপুর বিকাল!
শুধু রাতে আর্তনাদের সময়-
জেগে ‍উঠে ফসলি মাঠ আর
মাটির ধূসর একাকীত্ব খাট।


২৮ বৈশাখ ১৪২৯, ১১ মে ২৩ বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৯ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬১৩৫৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ