খাঁটি প্রেমিক
ওরাই প্রেমিক- ওরাই বীর-
ওরাই বাংলাদেশের মাটি,
সোনার চেয়েও খাঁটি,
ওরাই প্রেমিক- ওরাই বীর-
স্মরণে শুধু একাকী চাঁদ-
২০কোটি মনের রাত
অগণিত স্যালুট লাল জুলাই-
ওরাই প্রেমিক- ওরাই বীর;
ভুলেও যাবে না কষ্ঠি পাথার-
গন্ধ ছড়াবে লাল সবুজের পতাকায়
তোমরাই উজ্জ্বল, ভোরের সূর্য সন্তান;... বাকিটুকু পড়ুন
