স্বাধীনতা আমার স্বাধীনতা
এই আসমান মেঘে ঢাকা ছিল
ছিল কাল বৈশাখী,
দুশমন ছিল আকাশে বাতাসে
উড়তে পারেনি পাখী।
এই রাত ছিল ঘন আন্ধার
ছিলো না তাঁরার জ্বলা,
এই জনতার মিছে ঘুম ছিল
বাক হীন ছিল গলা।
এসব আমরা কিছু দেখি নাই
জানলাম বই পড়ে,
একাত্তরের বীর বাঙ্গালি
তাইতো ঝাঁপিয়ে পরে।
গাছের যেমন আগাছা জমেছে
বঙ্গে জমেছে খুব,
চুষে খেয়ে যায় দেশের কপাল
তাই থাকে নাই চুপ।
ক্ষুব্ধ... বাকিটুকু পড়ুন
