কাউকে ঠকিয়ে তুমি কতখানি আছো ভালো?
শক্ত হয়ে থাকো তুমি নরম কত লুকানো?
রাগটা কমলে ঠিকি নরমে ছুঁইবে মন-
খুঁজে দ্যাখো সবকিছু স্বস্তি যেথায় ঢুকানো।
কাউকে দিয়েছো গালি ফেরত পাবে ফেরত
অন্য জনের দুয়ারে তুমি খাবে জোতা পেটা,
অন্যকে আঘাত করো প্রতিরোধ ছিল নাকি?
প্রকৃতি ক্ষমা করেনা তুমি করেছিলে যেটা।
-মুসা
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



