দুঃখ জল

তোমার দুঃখের নাম যদি হয়-
পদ্মা যমুনা; তালে পদ্মা, যমুনার
জলে ডুবে যাবো, হাত ভিজাবো
পদ্ম ফুলের পাপড়ি- কিংবা ঢেউ
তবু যদি শান্ত হও, পদ্মা- যমুনা;
দুঃখ বলে- রাখো না, রাক্ষসী-
বালুচর বলে- করো না, ভয়;
বাদামের ফসল হবে! মেঠো
বাতাসে- বাতাসে- সুখ বলবে-
বাদাম ছিলে খাব, দুঃখ জল।
২৫-১১-২৫ বাকিটুকু পড়ুন










