
এসেছিলে তুমি আজ একটা সময়
অবাক বিস্ময়ে দেখি মোহনিয়া তুমি
কোন এক মহাকাব্য হীরম্ময় দামি
একে একে খুলে চল ছন্দের দুয়ার।
কথাকুচি ঝরে দেখি তাকিয়ে তন্ময়
হে রিদ্ধী এমন কেন হৃদয়ের জমি
সিক্ত হয় বার বার তথাপি না দমি
তোমাতে হারিয়ে পেতে সুখের সঞ্চার।
ছবি নয় আর কোন একান্ত বাস্তব
সম্মুখেই বসে ছিলে ভাবা যায় এটি?
বহু দিন পরে দেখা হয়েছে সম্ভব
মোমের প্রতিমা নয় এক্কেবারে খাঁটি।
আসবে আবার তুমি বলেছি সাহসে
অপেক্ষা প্রহর গণি আনন্দ-উচ্ছাসে।
# কবিতার মডেলের অনুমতি সাপেক্ষে তার ছবি পোষ্টে যুক্ত করা হলো। সে বলল আপনার মন্তব্যে আমি নিজেই নিজের প্রেমে পড়ি বার বার।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



