কুসুম-কানন
এবেলা একলা কেন কুমারী কুসুম?
কুসুম চকিতে হাসে টোল পড়ে গালে
কানন এদিকে কেন? এলে কোন কালে?
কুসুম-কানন মিল আসি মনটানে।
আমি ডিমের কুসুম; দিবে তবে উম?
হ্যাঁ তো পরে তুমি পাবে বাচ্চাদের পালে
দেখবে কানন সেথা নাচে তালে তালে
বিমর্ষ কুসুম বলে, কি হয় কে জানে?
এত ভালোবাস বলে ভালোবাসি প্রিয়
কুসুম তোমার সাথে কত সুখে... বাকিটুকু পড়ুন
