কোথাও কেন নেই প্রিয়া?
রোদেলা বৃষ্টির মত হঠাৎ এলে
তারপর মিলিয়ে গেলে নিমিষে
খুঁজেছি সন্ধ্যা তারায় অপলক
জোনাক মেলায় চাঁপার তলে।
পূর্ণিমার চাঁদ দেখে দিঘির জলে
গিয়েছি দিঘির ঘাটে হন্যে হয়ে
সেথা নেই কোন জনপ্রাণী
অন্তর তাড়নায় হাঁটি অন্তহীন।
অবষন্ন ক্লান্ত দেহ আমি
কোথাও কেন নেই প্রিয়া?
হৃদয়ে ঘনিয়ে আসে রাত
সেথা নেই কোন নির্মল জোছনা।
বাকিটুকু পড়ুন
