
রাতগুলো দেখতেই বিমর্ষ লাগে
জোনাকের আলো আর লাগেনা ভালো
নদীদের কলতান কান্না শুনায়
অনুভব করি যদি তুমি কাছে নেই।
সঙ্গিনী হয়ে সে আসাতেই তার
ছোঁয়াগুলো মনে হলো সাগরের ঢেউ
কোথায় ভাসিয়ে নিলো কোন ঠিকানায়?
আমার তো সে বিষয়ে খোঁজ ছিলো না।
হয়েছে অনেক দিন তবুও সেদিন
মনে হয় যাত্রাটা হয়েছে শুরু
সাতাশ বাছর লাগে সাতাশটি দিন
অনন্ত সময় চাই সন্নিধ্য তোমার।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৪ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



