
প্রিয় কন্যা আমার-
আজ তোমার জন্মদিন। হ্যা আজ ৩১ ডিসেম্বর তোমার জন্মদিন। আজ বিশেষ একটি দিন! এবার জন্মদিনে তুমি আছো তোমার নানা বাড়ি। আমি আজ ভীষন ব্যস্ত। তোমার সাথে দেখা হবে রাতে। হ্যা বাসায় ফিরতে আমার রাত হবে। ১১ টা বেজে যাবে। তোমার নানা আজ বিরাট আয়োজন করেছেন। সকাল থেকেই বাবুর্চি রান্না করছে। অনেক লোকজন আসবে। এদিকে আমি আজ ভোরে উঠেছি। উঠেই এক পাতিল গরম পানি করেছি। প্রচন্ড শীত। হুহু করে কাঁপছি। গরম পানি করে আরাম করে গোছল করলাম। সকাল সাতটায় বাসা থেকে বের হলাম। আজ আবার খালেদা জিয়ার জানাজা। ফাজ্জা খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার স্বামী মেজর জিয়া। জিয়ার দল হচ্ছে বিএনপি। এদের ইতিহাস আছে। বড় হলে তুমি জানতে পারবে। জানার মাধ্যম হচ্ছে পড়া। এজন্য প্রচুর পড়তে হবে। মানুষের মুখ থেকে যা শুনবে, তা পুরোপুরি বিশ্বাস করবে না। মানুষ কথা বাড়িয়ে বলে।
ফারাজা তাবাসসুম খান-
গতকাল লেখাটা শেষ করতে পারিনি। আজ জানুয়ারীর ১ তারিখ। সকালবেলা আবার লিখতে শুরু করলাম। আজ বছরের প্রথম দিন। গতকাল বেশ ধুমধাম করেই তোমার জন্মদিন পালন হয়েছে। সবচেয়ে বড় কথা তুমি খুশী। খুব খুশি। তোমার খুশিতে আমিও খুশি। তুমি দুটা কেক কেটেছো। অনেক লোকজন এসেছে। কাচ্চি রান্না হয়েছে। জর্দাও করা হয়েছে। বোরহানিও ছিলো। চমৎকার আয়োজন। এই আয়োজন করেছে, তোমার বড় মামা। তোমার বড় মামা থাকেন ফিনল্যান্ড। যাইহোক, প্রায় একমাস তোমার নানা বাড়ি থাকলে। আজ যাবে বাসায়। এখন আমি খুশি। এখন বাসায় গিয়ে আমি তোমাকে দেখতে পাবো। তুমি 'বাবা' 'বাবা' বলে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরবে। এতদিন তুমি বাসায় নেই। আমার খুবই খারাপ লেগেছে। এখন ভাবতেই ভালো লাগছে, বাসায় ফিরেই তোমাকে দেখতে পাবো। এটা বড় শান্তি আর আনন্দের আমার জন্য।
প্রিয় কন্যা আমার-
গতকাল খালেদা জিয়ার জানাজা হলো সংসদ ভবনে। অনেক মানুষ হয়েছে, অনেক। এত মানুষ আগে কারো জানাজায় সম্ভবত হয়নি। 'জানাজা' শব্দের অর্থ মরদেহ। নারীদের জানার নামাজ পড়ার নিয়ম নেই। আমাদের নবীজি জানাজার নামাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন। জানাজার নামাজের সবচেয়ে ভালো এবং করুন দিক হলো- 'আমাদেরও একদিন চলে যেতে হবে', এটা মনে করিয়ে দেয়। ধর্মীয় মতে, মৃত্যু মানে তো শুধু পরপারে পাড়ি জমানো নয়, মৃত্যু মানে হাশরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো। ফাজ্জা, একদিন আমি মারা যাবো। আমাকে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে। আমারও জানাযা হবে, দাফন হবে। তুমি কান্নাকাটি করো না। স্বাভাবিক থেকেও। মৃত্যু খুব স্বাভাবিক ব্যাপার। তুমি চিৎকার করে, মাটিতে গড়াগড়ি করে কান্না করলেই আমি ফিরে আসিব না। কাজেই শান্ত থাকো। সহজ ভাবে মেনে নাও।
ফারাজা তাবাসসুম খান-
যেহেতু মরতে হবে, মরে যেতে হবে- তাই যতদিন বেঁচে আছো উপভোগ করো। উপভোগ করাই তো জীবন। কি সুন্দর প্রকৃতি, উপভোগ করো। কি বিশাল সমুদ্র, পাহাড়- উপভোগ করো। মাথার উপরে বিশাল আকাশ। আকাশ দেখো। পৃথিবীর সেরা বই গুলো পড়ো, উপভোগ করো। পৃথিবীর সেরা মুভি গুলো দেখ, উপভোগ করো। প্রিয় মানুষদের সাথে গল্প করো। পছন্দের জায়গা গুলো ভ্রমন করো। ভালো এবং কাছের মানুষদের সাথে আড্ডা দাও। চাকরি করো অথবা বিজনেস। টাকা ইনকাম করো। প্রচুর টাকা ইনকাম করো। দুই হাতে ইচ্ছা মতো টাকা খরচ করো। নিজে ইনকাম করবে, নিজে খরচ করবে। সুন্দর মনের কিছু বন্ধুবান্ধব বেছে নিবে। তাদের সাথে আড্ডা দিবে। ফাজ্জা সহজ সরল সুন্দর জীবন যাপন করবে। অন্যায় করবে না, মিথ্যা বলবে না। লোভ করবে না। জীবনে ভালো থাকার জন্য সীমাহীন টাকার দরকার হয় না। সুন্দর ভাবে বেঁচে থাকতে হলে একজন মানুষের খুব বেশি টাকার দরকার নেই।
প্রিয় কন্যা আমার-
গত বছর জুলাই মাসে আন্দোলন হলো। শেখ হাসিনা (আওয়ামীলীগ) এর পতন হলো। এরপর নতুন-নতুন দল তৈরি হলো। এনসিপি, এবি পার্টি, ইনকিলাব মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি ইত্যাদি। তারা নিজেদের জুলাই যোদ্ধা বলে দাবী করেন। কিন্তু এরা কার সাথে যুদ্ধ করেছে? যুদ্ধে তারা কাকে হত্যা করে জয়ী হয়েছে। কোন কোন থানায় তারা আগুন লাগিয়েছে? কত পুলিশকে হত্যা করেছে তারা? এইসব জুলাই যোদ্ধাদের আসলে দেশের জন্য অবদান কি? যাইহোক, কিছুদিন পর নির্বাচন হবে। এইসব জুলাই যোদ্ধারা এখন নির্বাচন করবে। তারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। হলফ নামায় দেখা গেলো- তারা প্রত্যেকে পয়সাওয়ালা লোক। তাদের বার্ষরিক ইনকাম লাখ লাখ টাকা। ক'দিন আগেও যাদের চালচুলা কিছু ছিলো না, তারা কিভাবে এত ধনী হয়ে গেলো? অবশ্যই দূর্নীতি করেছে। দুদক তাদের ধরছে না কেন? ফাজ্জা জীবনে সৎ থাকাটা ভীষন জরুরী। কর্ম জীবনে সৎ থাকবে। প্রয়োজনে গরীব থাকবে। শুধু ডাল দিয়ে ভাত খাবে। তবু সৎ থাকবে। সমস্ত রকম অন্যায় ও মিথ্যা থেকে দূরে থাকবে।

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



