নীলা এবং ওঝা
সে শুধু চলে। তার মেধা নেই, জ্ঞান নেই।
হিংসা নেই কিন্তু একটা শরীর আছে। সে বেশী দূর পর্যন্ত দেখতে পায় না। তার কাছে সূর্য অথবা জোছনা রাতের কোনো প্রার্থক্য নেই। সে বধির, তার কোনো ধর্ম নেই। তাই ঈশ্বর নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তবে তার ক্ষুধা আছে। তার আনন্দ... বাকিটুকু পড়ুন
