
ঘুষ, স্বজন প্রীতি ও প্রশ্নফাাঁস কত পারসেন্ট কোটা দখল করে? ৯৩% কোটা কি তাদের উপকার করছে? প্রধানমন্ত্রীর পিয়ন কি কাজে চারশত কোটি টাকা আয় করে? আমার বড় ভাই ক্যামেস্ট্রিতে অনার্স ও মাস্টার্স পাস করে চাকুরীর চেষ্টা করতে গিয়ে তেনাদের সাথে ধাক্কাধাক্কি করে আর পারেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ছাত্রের চাকুরী জীবন শুরু হয় কেশিয়ারের চাকুরী দিয়ে। ইসলামী ব্যাংকের এভিপি পদ থেকে তিনি অবসর গ্রহণ করেন।
কালেভদ্রে দু’একজনের নিকট থেকে নিজ যোগ্যতায় চাকুরীর কথা শুনা যায়। নতুবা হতাশায় শ্বাস ফেলে বলে, আঠার লাখ গেছে। কবে উঠবে টাকা? সুতরাং সরকারী সেবা টাকার বিনিময়ে পাওয়া যায়। নতুবা ভোগান্তির শেষ নেই। ইসলামী ব্যাংক থেকে একটা লোন নিতে গিয়ে আমি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। এখনো লোন পাস হয়নি। আজ নয় কাল এসবই বলে যাচ্ছে। কে জানে ইসলামী ব্যাংকেও তেনারা চেয়ারে চেয়ারে বসে গিয়েছেন কিনা।
বাচ্চাদের আন্দোলন সফল হয়েছে। এরপর তাদেরকে চাকুরীর ফেরিওয়ালাদের দারস্থ্য হতে হয় কিনা কে জানে? চারশত কোটি কামাইয়ের পর যদি প্রধানমন্ত্রী তাঁর পিয়নের অবস্থা জানেন তাহলে দূর্নীতি বিষয়ে আমরা তাঁর নজরের কতটা প্রশংসা করতে পারি? বিম্পি-জামাত এতকান্ড যখন ঘটালো তখন তাঁর প্রশাসন কি করছিলো? জনগণই যদি নাশকতা ঠেঁকাবে তবে বেতন দিয়ে প্রশাসন চালানো হচ্ছে কেন? এক পক্ষ বেতন নিয়ে নাশকতা ঠেঁকায় না অন্য পক্ষ কেন বিনা বেতনে নাশকতা ঠেঁকাবে? রাষ্ট্রটাকে আমার কেন যেন এতিম মনে হচ্ছে। জাতির সিস্টার ক্ষমতায় থাকার পর জাতির এমন বেহাল অবস্থা হলে, জাতির আর কার নিকট কি আশা করা যায়?
জনগণ শান্তিতে থাকলে সিস্টারের ক্ষমতায় থাকায় কারো আপত্তি থাকার কথা নয়। পুলিশ যদি ডাকাতে তার রাইফেল কেড়ে নেওয়ার জন্য কান্না করে তাহলে জনগণের তো আরো চিৎকার দিয়ে কান্না করার কথা। ডাকাতের হাত থেকে কারা তাদের জান-মাল নিরাপদ রাখবে, যেখানে পুলিশের জীবনই নিরাপদ নয়? সরকারের সব শেষ করে দিলো বিম্পি-জামাত, তাহলে তাদের হাত থেকে কে এখন জনগণকে নিরাপত্তা দিবে? বিম্পি-জামাতের ভয়ে জনগণের সুখ নিদ্রা শেষ।
এত কিছু যখন হয়ে গেল তখন আমাদের বীরেরা কোথায় ছিলো? তখন কি তারা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে ছিলো? সব কিছু শেষ হয়ে যাওয়ার পর জ্ঞান ফিরে তারা হুংকার ঝাড়লে তাদের এ হুংকারে জনগণের মন ভরবে কি? এ দিকে মরে মরেও ম্যাডাম খালেদা অবসরে যাওয়ার কথা ভাবতে পারেন না। বাইডেন সরে গেলেন, কারণ তাঁর এখনো হুঁস আছে। বেহুঁসের ঠেলায় ম্যাডামের সরে যাওয়ার হুঁসটুকুও নেই। যাদের দল ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবে, এটা যারা বলতে পারে না তাদেরকে আর দল মনে করা যায় ক্যামন করে? বিএনপি হলো বেসিক্যালি নো পার্টি বা মূলত কোন দল নয়। তাদের ঠেলায় যদি সরকারের বেহাল দশা হয়, তাহলে করো আর কিছু বলার থাকে না। সিসটার যদি বলেন তাদেরকে জনগণ ঠেঁকাবে তাহলে সিসটার ঠেঁকাঠেঁকির চেয়ার দখল করে বসে আছেন কেন? চেয়ারে তিনি আছেন, চেয়ারের কাজ তাঁকে করতেই হবে। কাজের চেয়ারে বসে কাজ না করে আকুপাকু করলে জনগণ মানবে না।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



