কেয়া তুমি কি জানো (সরস্বতী পূজা)
বসন্তের সেই সকালটা অন্য রকম ছিল। ঢাকার আকাশে হালকা মেঘ, কিন্তু বাতাসটা ছিল সুন্দর, ঠান্ডা। শারদীয় দুর্গাপূজার আবহের মধ্যেই আজ সরস্বতী পূজা।
তোমার অনেকদিনের ইচ্ছা তুমি জগন্নাথ হলের সরস্বতী পূজা দেখতে যাবে,আজ সেই দিন,
ঘুম ভেঙে তোমাকে কল দিলাম,
ঘুমের ঘোরে তোমার কন্ঠস্বর যেন আমাকে মাতাল করে দেয়।
কি জেনো এক অদ্ভুত সুর থাকে... বাকিটুকু পড়ুন
