কেয়া—দেবীর সাথে আমার প্রেম !

জঙ্গলের গভীরে,
যেখানে পাতার ফিসফাসেও গান লুকিয়ে থাকে,
সেখানে প্রথম তোমায় দেখি—
কেয়া, তুমি দেবী,
তোমার চরণে চাঁদের সাদা আলো নরম হয়ে পড়ে থাকে।
তুমি হাঁটলে বাতাস ধীর হয়,
জোনাকিরা তোমার চারপাশে
একটা অদৃশ্য মালা গেঁথে দেয়।
তোমার চোখে—
কোনো বজ্র নেই, কোনো ভয় নেই,
শুধু এক সীমাহীন কোমলতা,
যেখানে আমার নাম ডুবে যায় নিঃশব্দে।
আমি মাটির মানুষ,
তবুও তুমি আমার দিকে তাকাও
যেন... বাকিটুকু পড়ুন












