তোমার দীপ্ত চোখ

তোমার দীপ্ত চোখ আমাকে টানে,
ডাকে কাছে,
নির্ভয়ে, অবাধে।
ওরা আমন্ত্রণ জানায়—
তোমার গভীর, সতেজ সাগরে ডুব দিতে,
যেন এক পতঙ্গ মোহে বিভোর,
অগ্নিশিখায় বিমুগ্ধ হয়ে ছুটে যায়।
তোমার বাঁক ছুঁয়ে যায়,
উসকে দেয় আমার দেহের আগুন—
যেন গ্যাসোলিনে ছোঁড়া একটুখানি স্ফুলিঙ্গ।
তোমার গভীরতা, তোমার ভঙ্গুরতা
জ্বালিয়ে দেয় সেই অগ্নিকুণ্ড—
এক অভিভূত করা অগ্নিসৌধ,
যেখানে প্রেম ও কামনা
মিশে যায় এক নিখুঁত ভারসাম্যে।
নারীসত্তার... বাকিটুকু পড়ুন













