somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কেয়ার জন্য উৎসর্গীকৃত ব্লগ।

আমার পরিসংখ্যান

দানবিক রাক্ষস
quote icon
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

অদেখা স্বর্গ (কেয়া তোমার সাথে)

লিখেছেন দানবিক রাক্ষস, ২১ শে জুন, ২০২৫ সকাল ১১:০০


জীবন এভাবেই চলতে থাকবে...
আর একদিন হঠাৎ তুমি আমাকে বলবে – "চলো, একসাথে বাইরে গিয়ে কফি খাই",
ঠিক সূর্যাস্তের আগে, আমরা ঢাকা শহরের কোথাও কফি খাচ্ছি আর তুমি হাসি মুখে আমাকে বলবে…
"জানো? আমি স্কলারশিপ পেয়েছি, আর তিন মাসের মধ্যেই বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি…"
আমি অবাক হয়ে তোমার দিকে তাকাবো, আর দেখতে পাবো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪১ বার পঠিত     like!

জ্যোৎস্নার গভীরে স্পর্শহীন ভালোবাসা (কেয়া এবং আমি )

লিখেছেন দানবিক রাক্ষস, ১৮ ই জুন, ২০২৫ দুপুর ১:১০



বসন্ত তখন ধীরে ধীরে নেমে এসেছে।
আকাশে পূর্ণিমার চাঁদ। বাতাসে একটা মৃদু শীত আর গন্ধে মিশে থাকা নাম না জানা ফুলের সুবাস। এমন এক রাতে আমি পুকুরপাড়ে গেলাম সিগারেট হাতে নিয়ে আর কেয়াকে একটা মেসেজ দিয়ে রাখলাম, আমি পুকুরপাড়ে, তার সাথে এই সুন্দররাতে পুকুরপাড়ে বসে থাকতে ইচ্ছা করছে কিন্তু আবার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৪ বার পঠিত     like!

দুই গ্রহের প্রেম। (কেয়া ও অর্ফিয়ুস)

লিখেছেন দানবিক রাক্ষস, ১৭ ই জুন, ২০২৫ বিকাল ৫:৪৯

কেয়া তুমি জানো, আমাদের এই সভ্যতায় হাজার হাজার প্রেম আর বিচ্ছেদের গল্প কাহিনি আছে,
তবে এই হাজার হাজার প্রেম-বিচ্ছেদের গল্প কাহিনির মাঝে একটা প্রিয় গল্প কাহিনি আছে।
এই গল্প কাহিনিটা ক্যানো আমার প্রিয় সেটা গল্পের শেষে বলব,
গল্প শুরু করা যাক,




আকাশের নীলতা যখন দিগন্ত ছুঁয়েছিল, থ্রেস নামের রাজ্যটি তখনও ছিল প্রকৃতি ও... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪২ বার পঠিত     like!

অবিনাশী । (কেয়া)

লিখেছেন দানবিক রাক্ষস, ২৭ শে মে, ২০২৫ বিকাল ৫:২০



সমাপ্তির সুচনা হয়ে গেছে,
চূড়ান্ত অধ্যায় শুরু
আমাদের পৃথিবী কি এখনও আছে
নাকি এটি কেবল অতীতের স্মৃতি?
চোখে এক ফোঁটা অশ্রু
ধীরে ধীরে মুখোশের নিচে সরে যায়
নীরবতায়, আত্মসমর্পণে।

এটাই কি শেষ? নাকি নবসুচনা ?
একটি গল্প শেষ হয় যেখানে,
আরেকটি শুরু হয় সেখানে,
অপ্রস্তুত, অনিবার্য,
তবুও বাস্তব কিন্তু অস্পষ্ট।

সময় অনেক নিষ্ঠূর
শুধু সমাপ্তির দিকে নিয়ে যায়।
কিন্তু কিসের সমাপ্তি?... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     like!

নগ্ন সত্য।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৬ শে মে, ২০২৫ দুপুর ১:৫৯



আমার অধপতন, প্রতিটি সভ্যতার আদি কাহিনী
আমি ক্ষুধিত অন্ধকার, অমোঘ বিভীষিকা।
অজ্ঞাত প্রাচ্য আচার, নিষিদ্ধ শপথের বন্ধনে আবদ্ধ –
আমি নিঃসংশয় অমৃত বিষ, মৃত আত্মার প্রতিসম্ভব।

আমি আদি মূল, নির্বাক সৃষ্টির গহীন বীজ –
অস্তিত্বহীনতার গভীরতম রূপ ।
ঘৃণার শিখায় উদ্ভূত, হতাশার নিখুঁত সুর
আমি অনন্ত , অব্যক্ত অভিশাপ।

ঈশ্বরকে ঘৃণা, ধর্মের শেকলের অপহন্তা–
আমি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৩ বার পঠিত     like!

প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে মে, ২০২৫ দুপুর ১:৫১



আমার অপেক্ষা সূর্যোদয়ের
শীতলতম সকালের,
আমি নিথর দাঁড়িয়ে আছি,
নগ্ন পায়ে,
ঝরন্ত বৃষ্টির মিছিলে।

তোমার কণ্ঠস্বর আর শুনছি না
আমি হারিয়ে যাচ্ছি, তুমি খুজছো না আমায়।

বিশ্বাস হারিয়ে যায় বিষণ্ণতায়,
মন্থর আমি নির্জনতায়,
সত্মাহীন আমি দাঁড়িয়ে আছি, নিজের চিতাভস্মে।

এই গোধুলিবেলায়,
মুখোমুখি আমরা দাঁড়িয়ে,
প্রশ্ন জগাছে আমার মলিন মনে,
তুমি কি হারিয়ে যাচ্ছো সীমানার ওপারে,
দুটি মানচিত্র এঁকে ,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৬ বার পঠিত     like!

ঈশ্বরের ঘৃণিত।

লিখেছেন দানবিক রাক্ষস, ২২ শে মে, ২০২৫ রাত ৯:১৭



আমি বর্বরতার সেথ,
আমি শ্বরনিন্দা,
রক্তের স্মারকলিপি।

আমার বিদ্রোহী শপথ,
ঈশ্বরের বিরুদ্ধে,
উপাসনালয় ধ্বংসে,
মাসিহার সিংহাসনে রক্তের আগুন
কলুষিত ঈশ্বরের অসুর্যস্পর্শ্য নাম
পবিত্র স্রোতে বিষাক্ত সর্প।

আমি নই ক্রীতদাস ঈশ্বরের
আমি ঘৃণিত, মাসিহার
আমি তৃতীয় বিশ্বাস
ঈশ্বরের ঘৃণা
আমি আজন্মা অভিশাপ
আমি কলুষিত ঈশ্বরের ছায়া মূর্তি

সত্য চোখে দেখ,
ঈশ্বর এক আজন্মা ভুলের নাম।
আমি সেই মৃত সভ্যতার কণ্ঠস্বর
যেখানে ঈশ্বরের নেই... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩২ বার পঠিত     like!

আমি তৃতীয় বিশ্বাস।

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে মে, ২০২৫ রাত ৯:৫৮



রক্ত মাখা আঙুলে লিখি,
অদৃশ্য অভিশাপের ইতিহাস।
অসহায় শিশুর বাঁচার আর্তনাদ,
নিরপরাধ মানুষের আকুতি,

নেশাময় বারুদের গন্ধ
ধর্মযুদ্ধ আর ভূরাজনৈতির ধ্বংসস্তূপে পিষ্ট মানবতা,
অস্তিত্বের সংকটে তোমার স্রষ্টা।

রকাক্ত সিংহাসন, মাসিহার অপেক্ষা,
কাপুরুষের প্রতিক্ষা, আবাবিল পাখির আশায়।
অভিশপ্ত দাবানলে জাগ্রত দানবিক রাক্ষস,
না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।

অপবিত্র গ্রন্থ , বন্ধা মস্তিষ্ক ,
এক চোখা অন্ধত্ব ,

আরেক চোখ খুলে দেখো—
যাদের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৫০ বার পঠিত     like!

অন্ধকার কবিতার ধ্বর্মী

লিখেছেন দানবিক রাক্ষস, ১৯ শে মে, ২০২৫ দুপুর ১:১৮



মন্ত্র মন্ত্র পড়ে দেখি,
শব্দে শব্দে গাঁথা জপে—
তালপাতার ছেঁড়া পাতায়,
জ্বলে ওঠে লাল এক শাপে।

ধূপের ধোঁয়ায় দৃষ্টি ঝাপসা,
মন্ত্রে মন্ত্রে কাঁপে রাত—
কিন্তু তুমি নেই কোনোখানে,
নেই কোন ছায়া , নেই কোন আবয়ব।

চন্দনের রেখা কপালে এঁকে
ডাকি তোমার নাম,
তোমার নামে গলা রুদ্ধ,
তবু সাড়া পাই না আর।

পাথরের মূর্তি ভেঙে দেখি,
ভেতরে তুমি নাই,
আকাশ ছুঁয়ে ডাক পাঠাই,
উত্তরে আসে—শূন্যতা।

তুমি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪১ বার পঠিত     like!

সকল মহাবিশ্বে তুমি (কেয়া)

লিখেছেন দানবিক রাক্ষস, ০৮ ই মে, ২০২৫ দুপুর ১২:৪৪

সময় শুরুর প্রথম প্রহরে
আমার হৃদয়ের গভীর ঘরে—
জানি চিরকালই,
তুমি আমার।

চলেও যাই যদি দূর কোনো গ্রহে,
এই বিশ্ব ছেড়ে অন্য মহাকাশে,
তবুও হারাবে না এই নিয়তি—
আমাদের বন্ধন, এটাই সত্যি।

নিয়তির এই অমোঘ ডাকে
এক জগৎ থেকে কয়েকশত জগতে—
প্রতিটি জন্মে, প্রতিটি ছায়াপথের বাকে।
প্রতিবার আমি ভালোবেসেছি তোমাকে,
ভিন্নরূপে, ভিন্ন সময়ে,
ভালোবেসেছি অভয়ে।

সময় শেষের শেষ মুহূর্তে
তুমিও জানবে, নিঃশব্দ চৈতন্যে—
সব মহাবিশ্বে ভালোবেসেছি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

প্রতিটি মহাবিশ্বে তুমি - কেয়া

লিখেছেন দানবিক রাক্ষস, ০৮ ই মে, ২০২৫ দুপুর ১২:২৬



যেখানে সময় উড়ে যায়,
সেখানে রাতেই ভোরের জন্ম হয়,
অজানা তারার রাজপথ ধরে
তোমাকে খুঁজি, স্বপ্নের ঘোরে।

যেখানে গ্যালাক্সি নদীর মতো চলে,
অন্ধকারে শুধু ছায়ারা দুলে,
সেই শূন্যে, আমি ভালোবসি তোমাকে নিরন্তর—
নাম, সময়, দূরত্ব অতিক্রম করে।

তুমি আছো প্রতিটি মহাবিশ্বে,
আমার দিগন্তজোড়া নক্ষত্রপথে।
মহাকাশ যতই দূরে চলে যাক,
তোমার টানে হাটব আমি মহাকালের পথ ধরে,
চিরকাল।

প্রত্যেক জন্মে, প্রতিটি দিগন্তে,
সবখানে, সব সময়ে—
ভালোবাসি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৮ বার পঠিত     like!

শুন্য প্রান্তর (কেয়া)

লিখেছেন দানবিক রাক্ষস, ০৭ ই মে, ২০২৫ বিকাল ৩:০৬

হেটে চলি আমি শুন্য পায়ে শুন্য প্রান্তরে
ব্যার্থ রজনীতে,
মৃত জসনালয় সত্তা ডুবিয়ে,
স্বপ্নগুলকে কবর দিয়ে,
মানচিত্র আঁকছি তোমায় দাফন করে।
সব সমিকরনগুলোর ভুল সমাধান আমার হাতে।

তুমি হয়তো কাঁদছ কার চোখে আমায় দেখে...
নীল বেদনাগুলো হয়তো বাসা বেধেছে নীল প্রান্তরে...
তুমি হয়তো ভাবছ,
রুপালী চাঁদ হয়ে দেকছি এখন তোমাকে...।

নগ্ন পায়ে হাঁটছি আমি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪২ বার পঠিত     like!

কেয়া তুমি আলোর মূর্তির মতো

লিখেছেন দানবিক রাক্ষস, ০৪ ঠা মে, ২০২৫ দুপুর ২:৫৮

তুমি কি জানো,
তোমার চোখের পাতায় ঝুলে থাকা চুপচাপ স্বপ্নগুলো
আমার হৃদয়ে আগুন জ্বালায়—
শুদ্ধ লেলিহান শিখা, যা শুধু ভালোবাসার।

তোমার হাসির ভেতরে আছে
একটা নীরব বিপ্লব,
যা গড়ে নিতে চায়,
ভেঙে দিতে চায় সব শেকল,
সব দুঃখের দেয়াল।

তুমি যখন হেঁটে যাও,
আমি দেখি—
ধূলি ঝড়ে জ্বলে ওঠে সোনালী দীপ্তি,
তোমার সৌন্দর্য এতটাই সত্য,
যা আত্মার জ্যোতি।

তুমি ফুলের মতো কোমল,
তবু পাহাড়ের মতো... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

তোমার অপেক্ষায় (কেয়া)

লিখেছেন দানবিক রাক্ষস, ০৩ রা মে, ২০২৫ দুপুর ২:২৪

সময়…
আজও কাঁপে নিঃশব্দে,
তোমার ফিরে আসার সম্ভাবনায়।
আমি আছি…
নির্বাক প্রতীক্ষায়,
হারানো ভালোবাসার অন্বেষণে,
নিরব নুপুরের শব্দ খুঁজি বাতাসে।

ভালোবাসা…শুধু ভালোবাসাই
জানে ফিরিয়ে আনার গল্প,
আমার চোখে এখনো তুমি—
ছায়া নয়, বাস্তব আপসরী।

আমি লড়েছি…
ভাঙা দেয়াল, সন্দেহের কুয়াশা,
তবু ভেবেছি—একদিন
তুমি ফিরে আসবে,
যেমন চাঁদ ফিরে আসে অমাবস্যা শেষে।

তুমি যদি চাও…
আমি আবার গড়বো আমাদের পৃথিবী,
এক একটা কবিতার শব্দ দিয়ে,
যা আমি লিখেছিলাম তোমায় নিয়ে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৯ বার পঠিত     like!

বিশ্বাসের ছাইগন্ধ

লিখেছেন দানবিক রাক্ষস, ০৩ রা মে, ২০২৫ সকাল ১০:১২

যদি আকাশ ভেঙে পড়ে একদিন,
সূর্যের আলো হয়ে যায় বিলিন,
তবে কি ভাঙবে এই শেকল?
না, কখনই না,
এ বিশ্ব ছিল বরাবরই নির্দয়, বর্বর।

ক্যানো প্রার্থনায় মেলে না উত্তর,
ক্যানো বেদনায় নামে না ভালোবাসার বর্ষণ,
তুমি বলো—ঈশ্বর দেখেন সব,
আমি দেখেছি—তিনি অন্ধ , বধির, অনুভূতিহীন।

যুদ্ধের ঝংকারে শুনি দানাবিক রাক্ষসের গান,
শিশুর কান্না ডুবে যায় বোমার ধ্বনিতে।
মানবতা পুড়ে যায়... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৩১৪৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ