
রক্তে ডুবে যাচ্ছে শহরের গলি,
অস্থি ভাঙছে, দেহ ছিঁড়ছে ছুরি,
চিৎকার ভাসছে শূন্য আকাশে,
আমি চাই সীমাহীন বিশৃঙ্খলা!
আমি চাই ধর্মের অপমৃত্যু!
আমি চাই আগুনে জ্বালুক প্রতিটি গ্রন্থ!
আমি চাই ঈশ্বর বিক্রি হোক প্রতিটি পতিতালয়।
আমি দাজ্জাল—
আমি ঈশ্বরবিরোধী সত্তা,
আমি অসুরের চেতনা।
মন্দির, গির্জা ভস্মে মিশে যাক,
পবিত্র বই উড়ে যাক ধোঁয়ায়,
ধর্মের শব্দগুলো চিৎকার করে মরুক,
আত্মহনন হোক মানবতার নতুন প্রার্থনা।
চোখ খুলে দেখো—সত্যটা সামনে
মন্দির, গির্জা, মসজিদ—
সবই দাঁড়িয়ে আছে,
কিন্তু ঈশ্বর নেই ভেতরে ।
কালো ধোঁয়ায় ঢেকে যাক সূর্য,
ক্রোধের বৃষ্টিতে ভেসে যাক আকাশ,
হাড়ের স্তূপ হবে নতুন স্তবগান,
ঈশ্বর নিন্দা হবে শেষ প্রার্থনা।
আমি চাই সীমাহীন বিশৃঙ্খলা!
আমি চাই ধর্মের অপমৃত্যু!
আমি চাই আগুনে জ্বালুক প্রতিটি গ্রন্থ!
আমি চাই ঈশ্বর বিক্রি হোক প্রতিটি পতিতালয়।
আমি দাজ্জাল—
আমি অ্যান্টি-ক্রাইস্ট—
আমি অসুরের চেতনা—
আমি সেই মুক্তি,
আমি সকল ভ্রান্তির উন্মোচক।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



