লিখ দিন - ১
১।
ল্যাম্পপোস্টের নিচে কাগজ কুড়োচ্ছে অন্ধকার
আলোর ইস্কুলে হোমওয়ার্ক করবে বলে,
বেণি দুলিয়ে হেঁটে গেল সিন্ধুপারের মেয়ে
দুপুরবেলা ফুটপাথে, ম্যারাথন জলপাই আসর
ফোটোগ্রাফির প্রথম পাঠ, অতল-
তোর সঙ্গে আমার ভিউফাইন্ডারে পরিচয়
ম্যাক্রো লেন্সে শিশির বিন্দু
তোর সাথে আমার পাহাড়পুরে জেগে ওঠা সকাল
দৃশ্যগুলো জেগে থাক,
ঢেউয়ের চূড়ায় হারাবার মত অবিকল...
২।
সন্তুরের শব্দের মত ডানা ঝাপটাচ্ছে বৃষ্টি
এরকম শব্দে অক্ষর... বাকিটুকু পড়ুন
