থেকে যেয়ো তুমি নীরব আলো
থেকে যাও এখানেই, পৃথিবী ঘুরলে ঘুরুক একা একা,
থেকে যাও এখানেই, নক্ষত্রেরা নিভলে নিভুক,
তোমার স্মৃতির রঙ এতোটা উজ্জ্বল,
দ্বীপাবলী জ্বালিয়ে রাখে পুরোটা আকাশ রোজ।
আমি তার চাদোয়ার নীচে বসে মাপি
তোমার অনুপস্থিতিতে কতোটা গভীর হতে পারে হ্রদ,
পৃথিবী ঘুরলে ঘুরুক একা, তুমি থেকে যাও এখানেই,
বেসামাল হলে হোক সাত মহাসাগরের ঢেউ!
থেকে যাও বুনো গন্ধের মতো, ঘাসের... বাকিটুকু পড়ুন









