নাতিশীতোষ্ণ

আগ্নেয়গিরির দিকে গেলে ত্বক পুড়ে যায়—
কি তীব্র লেলিহান লাভা।
বরফের দিকে সরে গেলে জমে যায় হাত-পা-শরীর,
ফ্রস্টবাইটের দানবের কামড়ে।
তুমি বলেছিলে— “নাতিশীতোষ্ণ অঞ্চলে থেকে যাও,
এখানে বাসযোগ্য ভূমি আছে বিস্তর।”
ময়ূরপঙ্খী জাহাজ থেকে সেই যে নেমে গেলাম,
আমার আর পৃথিবীকে দেখা হলো না।
চেতনার প্রান্তর ছেড়ে দেবদারু গাছের নিচে
অচেতন পৃথিবী প্রতিদিন ডাকে।
তার নকশী আঁচল ধরে বহুদূরে চলে... বাকিটুকু পড়ুন








