ঘুম পাড়ানিয়া

তোমাকে ঘুম পাড়াতে আসি
সে অনেক দূরপথ ঘুরে,
পাহাড়, নদী, উপত্যকা পেরিয়ে আসি।
মশারির মতো আগলে নিতে,
রঙিন চাদরের মতো বিছিয়ে দিই নিজেকে।
কখনো শিমুল-তুলোর বালিশ হই,
নির্ঘুম জেগে তোমার চোখে
ঘুমপরীদের ডাকি—
তবু তুমি জেগে থাকো।
শহর ঘুমায়, গ্রাম ঘুমায়,
ঘুমায় রাজনীতি, ঘুমায় অর্থনীতি।
একসময় জোনাকিরাও ঘুমিয়ে পড়ে।
ঝিঁঝিঁ পোকার ডাকের মতো
তোমার কুঞ্চিত চুলে হাত বুলাই।
নিঃশ্বাসে নিরক্ষীয় বনাঞ্চলের
শোঁ শোঁ শব্দ শুনে... বাকিটুকু পড়ুন











