নিজস্বী
আমি নিজের অন্তরালে থেকে দেখেছি আমাকে,
রুক্ষ শহর যেমন অপেক্ষায় থাকে অদ্ভুত বৃষ্টির,
শতাব্দীব্যাপী চলমান ক্ষরা নিয়ে যাদুময় বুকে,
তারপর খাবি খায় অনভ্যস্ত প্লাবনে নগরীর ঝিল,
শরীরের গ্যাবার্ডিনে ছোপ ছোপ কাদা জল,
বিগত দুঃখেরা জলরঙে পুনরায় উঠে ফুটে!
দেখেছি অনভ্যস্ত এক মানুষ জলে জ্বালাচ্ছে অনল,
আগামাথা ভিজে তাকিয়ে আছে কদম ফুলের ভিটে,
মামুলি ছাতা নেই, একটা রেইনকোট ও... বাকিটুকু পড়ুন
