এখানে মাত্র ৫টি প্রশ্ন রয়েছে আপনাদের নিকট। আপনারা মানে যত মুক্তিযোদ্ধা বা অতিজ্ঞানী, অতিবুদ্ধিমান ব্লগার রয়েছেন এই ব্লগে প্রশ্নটা তাদের নিকট-ই, যদি তারা এর উত্তর না দিতে পারেন, তবে সাধারণ ব্লগারগণ অগ্রাধিকার পাবেন।
এখানে কোন রাজনৈতিক দলকে ছোট করা বা বর্তমান কোন ঘটনার সাথে মিলে এমন কোন প্রশ্ন করা হয়নি, যদি কোনভাবে এই প্রশ্নগুলি কেউ ব্যাক্তিগতভাবে সাম্প্রতিক বিষয়াবলীর সাথে গুলিয়ে ফেলেন তবে তা কাকতালীয় বটে। এটা একান্তই আমার ব্যক্তিগত কিছু প্রশ্ন? আসলে বুদ্ধি কম মানুষ তো, তাই এর উত্তরগুলো খুঁজে পাই না।
১। কারা বেশি গুরুত্বপূর্ণ, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশ থেকে বহাল তবিয়তে পালিয়ে গিয়ে মৌজ, মাস্তিতে জীবন অতিবাহিত করছে তারা নাকি সামান্য রুটি-রুজি জোগাড়ের চেষ্টায় বা অধিকার আদায়ের দাবি নিয়ে সশস্ত্রবাহীনীর অস্ত্রের সামনে খালি হাতে বুক চিতিয়ে দাঁড়ায়?
২। আপনার দৃষ্টিতে কিসের মূল্য বেশিঃ জীবনের নাকি সম্পদের?
৩। কিভাবে একজন ৩য় শ্রেণীর সরকারি কর্মচারী শত থেকে হাজার কোটি টাকার মালিক হতে পারে? আর তার এ কাজে কারা কারা জড়িত থাকতে পারে? কাদের সহায়তায় তারা এত টাকা অর্জন করতে পারে?
৪। ন্যায় বলতে আপনি কি বুঝেন?
৫। স্বাধীনতা মানে কি?
আসুন আপনার মূল্যবান মতামত প্রদান করুন।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



