
জন্মের শুভেচ্ছা নিও হাজার ফুলের
শৌরভে হে রিদ্ধী প্রিয়া, তোমার সময়
কাটুক আনন্দে চির।স্মৃতির সঞ্চয়
তোমার নিখাঁদ থাক সারাটা জীবন।
শোভাতে বিমুগ্ধ আমি তোমার চুলের
যখন ওগুলো দোলে চিত্তাকর্ষ হয়
তখন অন্তর জুড়ে সুখস্রোত বয়
ও চিত্র আমার করে আনন্দ জিয়ন।
তোমাতে আমার আছে প্রভাতের শান্তি
সে শান্তির জন্ম হয় দশ জানুয়ারি
যে জন্ম স্মরণে দূর হয়ে যায় ক্লান্তি
তোমার বিরহে মনে চলে আহাজারি।
আধাঁরের হে জোনাকি আলোর মশাল
তোমার যে হবে তার সৌভাগ্য কপাল।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



