জীবন এমনই হয়

আমার সেই বসন্তবৌরি পাখিটার কথা মনে পড়ে যে খাঁচায় ছটফট করেছিল। সুস্বাদু খাবার মুখে নেয় নাই।সে উড়তে চেয়েছিল। তারপর রাতের অন্ধকারে মারা গিয়েছিল।
সবাই বলেছিল ধরা পড়ার সময় হয়ত আহত হয়েছিল।
কিন্তু আমার কেবলই মনে হয় আকাশ হারানোর শোকে সে মরে গিয়েছিল, কোন শারীরিক আঘাতে নয়।
এখনো ঝিঁঝিঁ ডাকা গভীর রাতে তার পাখার... বাকিটুকু পড়ুন












