নিরর্থক নির্ভরতা
যেই পথে হাটঁতে হাঁটতে তোমার পায়ে জড়িয়ে গেছে কুয়াশার নূপুর,
যেই পথের পাশে নুয়ে পরে জ্বলতে থাকা প্রতিটা ল্যাম্পপোস্ট তোমার চোখে মুখস্থ কবিতার মতো-
সেই পথে কেবল তোমাকে ভাবতে ভাবতে হাঁটলাম আমি।
যেই শহরের পরিযায়ী বাতাস তোমাকে তীব্রভাবে আবদ্ধ করে নিয়েছে অনেক পরিশ্রান্ত বিকেলে,
তোমার চোখে বিস্ময় আনা প্রজাপতি সাঁতরে গেছে যে শহরের মধ্যদুপুর,
একই... বাকিটুকু পড়ুন
