নেই, কোন চোখ নেই, দৃষ্টির আদরে জড়াবে উর্বর স্বপ্নের মতো করে,
কোন হাত নেই, লতার মতো করে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকবে আমায়।
এই সব শিশিরের মতো নেই কোন কণ্ঠস্বর, শোনাবে আমায় রাতজাগা গান,
কেবলই অন্ধকার ঘন হয়ে আসে আমার সবটুকু শরীর ছুঁয়ে দিতে।
এখানে হৃদয় কেবলই শূন্য আকাশের মতো মনে হয়, নামেনা কখনো মেঘের জল,
সবটুকু খরা আমাকে জানান দেয়, মরে পরে থাকা শুকনো পাতার মতো এইতো জীবন।
বহুদিন বহুরাত ধরে ঘুমহীনতা আমাকে নিয়েছে কিনে সস্তা দামে,
শুধুই নিঃসঙ্গতা আমাকে কুড়ে কুড়ে খায় অস্থির সময়ের পরতে পরতে।
কেউ নেই, শুধুই একা জুয়াড়ি যাযাবর হয়ে হেঁটে যাই কোন এক বিস্মৃত অতলের দিকে,
এইসব শহর, কোলাহল পাড়ি দিতে দিতে একদিন মুছে যাবো কেবলই একা।।
.
০৬/০১/২০২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




