এক চুল দূরত্ব (একানব্বই )
একটি সময় প্রার্থনা ছিল নক্ষত্র খচিত রাত্রির
এখন অপেক্ষা তুষারে জমে যাওয়া সকালের।
একটি দুইটি করে অনেক কথা জমেছে,
কথা গুলো বসেছে সারি সারি পাখির মত।
কথাগুলো শব্দ হীন,
কথাগুলোতে সংঘর্ষ নেই,
আছে শুধু আশার কথা, ভালবাসার কথা।
আশংকা হয় একটি ঝড়ো বাতাসের-
ওরা না ভয় পেয়ে উড়ে যায়,
চারিদিকে।
একটি তুষার ঝড়ে কথাগুলো জমে যাক চিরতরে,
এক... বাকিটুকু পড়ুন
