মানুষের স্মৃতি
আজ পৃথিবীতে অনেকগুলো ঘটনা ঘটেছে।
বায়ুর উষ্ঞতা বেড়েছে,
একজন প্রাক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত হচ্ছে,
অনেক মাস ধরে ধরণী জল বন্চিত হয়ে আছে,
বাগানের সব গাছগুলো মৃতপ্রায়,
যে যাকে পারছে লুট করছে,
বড়দেশ ছোটদেশকে মারছে,
আর নিজেদের বাহাদুরি দেখাচ্ছে।
বড় কম্পানীগুলো মানুষের রক্ত চুষে নিচ্ছে,
শেয়ার মার্কেট লুট হচ্ছে।
সর্বত্র পরিবর্তনের হাওয়া।
বাতাসে মানচিত্রের ব্যাপক পরিবর্তনের হাওয়া,
সে হাওয়া কার নৌকাতে... বাকিটুকু পড়ুন
