somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

একজন সাধারন লোক।

আমার পরিসংখ্যান

কালো যাদুকর
quote icon
বিশেষ কিছু নেই।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

পরানের কাহিনী

লিখেছেন কালো যাদুকর, ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৯

কোন কোন পুরুষের ভাগ্যে জোটে অধিক প্রেম,
কোন কোন নারীর ভাগ্যেও জোটে একাধিক প্রেম।
তবে পুরুষের হৃদয়ে যে প্রথমে আসে,
সেই রমণী থেকে যায় প্রথম প্রেম হিসেবে।
সে নারী সেকথা না বুঝলেও,
পুরুষ প্রথম প্রেম ধারণ করে,
হৃদয় জুড়ে, সারাজীবন ।

এরপর জীবন কেটে যায়,
পুরুষের হৃদয়ে অন্য নারী আসে,
কখনো সেই নারী... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

ছেড়া পাতা

লিখেছেন কালো যাদুকর, ২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩



এখানে হাজার বছর ধরে
ছেঁড়া পাতা ঝড়ে পড়ে আছে,
অজস্র ।

এ পাতায় কত ইতিহাস উঁকি দেয়,
হলদে রাঙ্গা প্রাচীন এ জলাধারে ,
একদিন প্রাচীন শামুকের রাজত্ব ছিল,
ছিল ডাইনোসারের হাঁক ডাক।

ওরা শেষ হয়ে গেছে-
নাকি কিছুই শেষ হয়নি ,
আমরাই কেবল অতীতের ধারা
ভবিষ্যতে নিয়ে যাই।

এখানে নেই নিয়মের বাড়ন,
ছেঁড়া পাতার মত... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৬ বার পঠিত     like!

নভেম্বরের কড়চা #১

লিখেছেন কালো যাদুকর, ১৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২১



খাঁচা
----

আমরা ভাবি
ওরাই বুঝি কেবল বন্দি,
অথচ-
আমরাই বন্দি ভাবনার বৃত্ততে,
ওরা মুক্ত,
ওদের সীমানা নেই,
আমরাই কেবল সীমানা মানি,
ওরা সীমানা পেরিয়ে যায়,
প্রান্তে, অসীমে।


প্রেম
------

মানুষ বদলায়,
এটিই মানুষের স্বভাব,
সেই আশায়
প্রতিদিন ঘুম থেকে উঠে
তোমার প্রেমে পরি।


ভাগ্য
-----
এখন আর ভাবি না,
ভেবে কিছু হবে না,

এই পথ একদিন চলা শেষ হবে,
কোথাও নিয়ে যাবে ,
ভাবলেও - এই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

কবিতাঃ ঘাস ফড়িং

লিখেছেন কালো যাদুকর, ০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪০




ঐ রাতে,
বালু বেলায় এই নীল জোছনায়
তুমি এলে ঘাঘরা উড়িয়ে।

ঐ চোখে ছিল বিশ্ব,
ঐ চোখে ছিল আনন্দ ,
ঐ কালো গভীর আঁখিতে,
তাঁরা জ্বলছিল।

সে রাতে নিয়মের বাঁধ ভেঙ্গে
উৎসবে মেতেছিলে এ সাগর বেলায়,
প্রচন্ড ঢেউ যেভাবে আছড়ে পরে বারে বারে,
নিয়ম করে সেভাবেই,
উজাড় করেছ ঘন ভারী... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

অক্টোবর ১৮ - মেমো

লিখেছেন কালো যাদুকর, ১৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৮


---
মাঝে মাঝে তুমি উঠে আস
ভাবনার চোরা গলি দিয়ে ।
কোন ভাবে বেঁধে রাখা যায় না নিজেকে ,
যতই নিজেকে বোঝাই না কেন,

তখন নিজেকে হত্যা করি,
নিজের আঙ্গুল গুলো কেটে ফেলি,
চোখ অন্ধ করে দেই,
মনের দুয়ার তবু খুলে যায়,
বাঁধ ভাঙ্গা জোয়ারের মত।


----

আমরা একটি সময়ের ভেতর দিয়ে যাচ্ছি,
চারিদিকে যুদ্ধ,
সবই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

অক্টোবর ১০ - মেমো

লিখেছেন কালো যাদুকর, ১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২০

মানুষের দুরকম জীবন।
একটি জীবনে সে স্বপ্ন দেখে,
অন্য জীবনে সে আবার স্বপ্ন ভেঙ্গে জেগে উঠে।

আমিও স্বপ্ন দেখি-
দেখি তোমার কাছে যাচ্ছি,
আমি একটি পুরোনো সাদা বাড়ি দেখি,
দেখি তোমার কোলে একটি ফুটফুটে শিশু।

ঐ স্বপ্নে হাজার বছরের বসন্ত দেখি ,
দেখি হাজার ফুলের বসন্ত ।

কিন্তু স্বপ্নতো একসময় শেষ হয়,
রাতের শেষে।

আমিও প্রতিদিন জেগে উঠে ভাবি
আজ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

অনর্থক

লিখেছেন কালো যাদুকর, ০২ রা অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৪

রাতের আকাশে
বিরাট মাশরুমের ঝলকানি।
মরুতে তাপ,
লাখ লাখ ভয়ার্ত মানুষ।

পাম্পে অনেক লম্বা লাইন,
বন্দরে মালামাল লকডাউন।

টিভিতে নেতাদের বক্তৃতা,
সিমান্তে বালক বালিকার ঝুলে থাকা দেহ,

রাজপথের আন্দোলন,
টেবিলের নীচে নেতাদের হিসাব নিকাষ,

টিম এ আউট,
টিম এ ইন।

এগুলো সবই অনর্থক মনে হয়,
তুমি মুখ খিঁচিয়ে বলতে পার -
"আমি মানি না এ সকল অন্যায়"।

এ অনর্থক জিনিসই তখন
জীবনে মূল্যবান মনে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

সাংঘর্ষিক কবিতা

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২২


( ছবি : বোর বোরা, দ্বীপ )

অন্য কেউ
-----------
অনেকদিন আগে ভাবতাম,
ঐ নীল আকাশের পরে তারা হব ,
সবাই তাকিয়ে দেখবে উজ্জ্বল তারা,
আমি তখন ছোট্ট।

এখন আমি অন্ধকার খুঁজে ফিরি,
এখন আমি দুরে পালাতে চাই,
জীবন থেকে,
কৃতকর্ম থেকে,
নিজের সত্বা থেকে,
অনেক দুরে পালিয়ে যেতে চাই।
যেখানে আমার কোন নাম থাকবে না,
থাকলেও সে নামে কেউই আমাকে চিনবে না।

আমি... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!

সংলাপ

লিখেছেন কালো যাদুকর, ১৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৪১

তুমি বলেছিলে "আজ আসবে না , বাইরে গন্ডোগোল"
আমি বুঝেছিলাম রাস্তায় আন্দোলন চলছে, তুমি সময় নস্ট না করে, পড়াশুনা করছো।
তুমি বলেছিলে "একটি চাকরির জন্যও ডাক পাচ্ছি না"
আমি জানতাম এই কোটার যুগে তুমি আর চাকরি পাবে না।
তুমি বলেছিলে "আর বেকার জীবন ভাল লাগে না'
আমি ধরে নিয়েছিলাম তুমি হতাশায় ডুবে যাচ্ছ।
তুমি বলেছিলে "পাড়ার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

কালো মেঘ

লিখেছেন কালো যাদুকর, ০৮ ই জুলাই, ২০২৪ রাত ১২:১৮


"সেদিন ও আকাশে ছিল চাঁদ.
......
আজ একরাশ কালো মেঘ।"

এরকম আকাশ দেখে এই গানটি মনে হতেই পারে। আবার ঝড় বৃষ্টির আশঙ্কা হতেও পারে। আবার কালো কালিতে অনুভুতি লিখতে ইচ্ছে হতেও পারে। আরো কত কি। সবই নির্ভর করে ওই মুহূর্তে আপনি কেমন মেজাজে আছেন।

মেজাজের এইসমস্যা অনেকের আছে। তা থাকুক। বসের মেজাজ ঘনঘন পরিবর্তন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

খেলাঘর

লিখেছেন কালো যাদুকর, ২৯ শে জুন, ২০২৪ দুপুর ১২:০০



মন এক উদ্যাম ঘোড়া,
আচ্ছা, মনের প্রতিটি ভাবনা যদি উচ্চারিত হত ,
তবে কি- তুমি লজ্জিত হত,
গর্বিত হতে,
অথবা ভীত হতে?

মনের পাখিটি খাঁচা থেকে মুক্তির আশায় , ডানা ঝাপটায়।
অন্যরা তোমাকে নিয়ে কি ভাবছে-
তা যদি স্পস্টভাবে শুনতে পেতে,
তাহলে কি কান চেপে ধরতে,
দুঃখে কেঁদে ফেলতে,
নাকি ও জায়গা থেকে পালাতে?

মনে মনে বিশ্ব জয় করা যায়।
মনে লুকোনো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!

একটি কল্পকথা

লিখেছেন কালো যাদুকর, ১০ ই জুন, ২০২৪ সকাল ১১:৫৬

আমি খুঁজে পাবো তোমায়
পুরোনো সব রাস্তায়
এ মন বাধাঁ - যেখানে, যেথায়।

সারাদিন ধরে ঘুরে-
ঐ খেলাঘরে,
ঐ মেলায়,
ঐ পলাশ শিমুল বনে,
ঐ নির্জন গলির কোণে,
ঐ ছোট্ট ড্রইং রুমে,
ঐ জীবন্ত ছবির ফ্রেমে,
আমি খুঁজে পাবো তোমায়।

যা সব কিছু বসন্তের সবুজ
যা সব কিছু সুন্দর ও অবুঝ
আমি তোমাকে ভেবে নেবো অবলিলায়।

নীশি রাতে চাঁদের জোছনায়
রুপালি প্রহরে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     like!

ক্যামেলিয়া ও অন্যান্য

লিখেছেন কালো যাদুকর, ০৫ ই জুন, ২০২৪ সকাল ১১:৩৬


ছবির সূত্র: উপরের এই ছবিটি একটি বিশেষ জায়গার ছবি। এখানে কবিতাতেই সেটি বলেছি। এই ক্যামেলিয়ার বাগানটি , টেইলর বলে একটি ছোট শহরে, যেটি নর্থ টেক্সাসে। আমার অনেক স্মৃতি এখানে রয়ে গেছে।
--- ক্যামেলিয়া'র বাগান ----

কয়েক বছর পরে এসে দেখি
বনে মধু ও ফুল সবই আছে,
এখানে দুপুরের নির্জনতায়,
পাহাড়ি ঝরণার ধ্বনিও শোনা যায়।

ক্যামেলিয়া,... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ১৮১ বার পঠিত     like!

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা বলতে পারছেন না। যে গরম পরেছে, সবাই পুকুর পাড়ে গোল হয়ে বসে আড্ডা দিলে ভাল হত। সাথে গরম চা,... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ২৭৯ বার পঠিত     like!

নীল অন্ধকার

লিখেছেন কালো যাদুকর, ০৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৯

তুমি ছেড়া জিন্স পর
তোমার হৃদয় ঐ জিন্সের মতই অন্ধকার ও নীল
তুমি কথা বল সবই মিথ্যে
ছুরির মতো ধারালো করে।

তোমার মুখ থেকে সিগারেটের গন্ধ পাই
এবং কখনও কখনও সস্তা সুগন্ধিও ভেসে আসে
তবে সবই গন্ধ ঢাকার বিকৃততা।

তুমি ছায়ায় লুকিয়ে থাকো
এবং নবীন ও তরুনদের শিকার করো
তাদেরকে মিথ্যা বলো দিন রাত,
তাদেরকে খুন করো- প্রকাশ্যে
ও রাতের... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ১৯০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৬৮৩১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ