
এখানে হাজার বছর ধরে
ছেঁড়া পাতা ঝড়ে পড়ে আছে,
অজস্র ।
এ পাতায় কত ইতিহাস উঁকি দেয়,
হলদে রাঙ্গা প্রাচীন এ জলাধারে ,
একদিন প্রাচীন শামুকের রাজত্ব ছিল,
ছিল ডাইনোসারের হাঁক ডাক।
ওরা শেষ হয়ে গেছে-
নাকি কিছুই শেষ হয়নি ,
আমরাই কেবল অতীতের ধারা
ভবিষ্যতে নিয়ে যাই।
এখানে নেই নিয়মের বাড়ন,
ছেঁড়া পাতার মত আমার ছড়ানো ছিটানো ভাবনাগুলো
ভেসে বেড়ায়,
সুরম্য প্রাচীন অতীত থেকে , কঠিন বর্তমান হয়ে
আচেনা ভবিষ্যতের রাশি রাশি জলধারায়।
---------
ছবিঃ একটি পার্কের ছবি।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


