কোন কোন পুরুষের ভাগ্যে জোটে অধিক প্রেম,
কোন কোন নারীর ভাগ্যেও জোটে একাধিক প্রেম।
তবে পুরুষের হৃদয়ে যে প্রথমে আসে,
সেই রমণী থেকে যায় প্রথম প্রেম হিসেবে।
সে নারী সেকথা না বুঝলেও,
পুরুষ প্রথম প্রেম ধারণ করে,
হৃদয় জুড়ে, সারাজীবন ।
এরপর জীবন কেটে যায়,
পুরুষের হৃদয়ে অন্য নারী আসে,
কখনো সেই নারী বাস করে,
কখনো একটু বিশ্রাম করেই বিদায় নেয়,
কখনো সব মেনে নিয়ে একই ঘরে করে বসবাস দ্বিতীয় নারী।
অথচ এত কিছু জেনেও, হতভাগ্য পুরুষ সব কিছুই সহ্য করে নীরবে।
হয় হৃদয়ের রক্তক্ষরণ, নীরবে।
............
কবি হেলাল হাফিজ স্মরণে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


