তুমি বলেছিলে "আজ আসবে না , বাইরে গন্ডোগোল"
আমি বুঝেছিলাম রাস্তায় আন্দোলন চলছে, তুমি সময় নস্ট না করে, পড়াশুনা করছো।
তুমি বলেছিলে "একটি চাকরির জন্যও ডাক পাচ্ছি না"
আমি জানতাম এই কোটার যুগে তুমি আর চাকরি পাবে না।
তুমি বলেছিলে "আর বেকার জীবন ভাল লাগে না'
আমি ধরে নিয়েছিলাম তুমি হতাশায় ডুবে যাচ্ছ।
তুমি বলেছিলে "পাড়ার মাস্তানটি, যে ছয়টি বিষয়ে ফেল করেছে, সে ফরেন এ্যাফেয়ারসে চাকরি পেয়েছে"
আমি বুঝেছিলাম তোমার মনে ক্রোধ দানা বাঁধছে।
তুমি বলেছিলে "তোমারা সবাই কিছু একটি করতে চাচ্ছ"
আমি বুঝেছিলাম এবার বয়স্করা অভিভাবকের মত তোমাদের কথা মন দিয়ে শুনবে।
তুমি বলেছিলে "আজ বাইরে যাবে, রাস্তায় নামবে, নিজের অধিকারের কথাটি বলবে"
আমি ভেবেছিলাম এবার কিছু পরিবর্তন আসবে।
তুমি বলেছিলে "বন্দুকের সামনে, খোলা আকাশের নিচে দাড়িয়ে, স্বাধীন দেশে, নিজের দাবি দাওয়াটি বলবে"
আমি অনেক দেরিতে বুঝেছিলাম - এই জানোয়ারের দল, তোমার দাবি নয়, তোমার রক্ত চায়।
তোমার সাথে আমার এই ছিল শেষ সংলাপ।
পরিশেষে-
চাক্ষুশ অবিচারে , নিঃশ্চুপ সকলের মৃত্যু হয়েছে,
লাশ হয়ে তুমিই কেবল বেঁচে গেছ।
জুন ১৯, ২০২৪
মন ভাল নেই, কচি তাজা প্রানগুলো অপ্রয়োজনে ঝড়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


