
তোমাদের এই ব্লগে ছিলাম বহুদিন আদরে-অনাদরে । কেউ কেউ রয়েছে যুগ যুগ ধরে পরে, নিজের ঘর বাড়ি মনে করে। কত বৃষ্টি ঝরেছে রাত-দিন, কত দমকা বাতাস উঠেছে, ঝড় ঝঞ্চা গিয়েছে, তবুও কিছু কিছু দেয়েছে যেমন কিছু পেয়েছে। তবুও টিকে ছিলাম, না বলা কথা লিখেছিলাম। অনেকে ধুকে ধুকে টিকে আছি আহা যেমন করে আমরা আশা নিয়ে বেঁচে থাকি। কিন্তু একদিন যদি মূল উপড়ে যায় আমরাও হারিয়ে যাব সময়ের অতলে। তখন আমরা কি বন্ধি থাকবোনা অনিচ্ছার বতলে। তোমাদের এই ব্লগে কত মনি মুক্ত, হিরে জহর রয়েছে ছিটিয়ে, কেউ আবার নিজের গীত গায় ঢোল পিটিয়ে। ব্লগ নামের এই পদ্ম ঝিলে ঘুড়ে বেড়ায় কত জল পিপি, কথা বলে অবিরত খুলে মনের ছিপি।
সোনাগাজী, রাজীব কোথায় তারা আজ লাগে আজীব। আখানাটেন, শের শায়েরী, জুল ভার্ন, জটিল ভাই, স্মৃতি কাতর হলে ব্লগে খুঁজি তাই। শায়মা, মিরর, মিথি মারজান, ফাতেমা ছবি, মনিরা সুলতানা ব্লগের ঋণ শুধিয়াছ কি আনা আনা ?
সত্যপথিক, ডার্ক ম্যান, অর্ক, মুসা, স্বপ্নবাজ সৌরভ, মোস্তফা সোহেল, শেরজা তপন, ভুয়া মফিজ, ঢাবিয়ান আর করিও না অভিমান। আহমেদ জী.এস, নীল আকাশ, ইসিয়াক, পদাতিক, আর ইউ, আমি তুমি আমরা, সাড়ে চুয়াত্তর ব্লগ বেঁচে থাক এমন হাজার বছর পঁচাত্তর।
টারজান০০৭, সামু পাগলা, মাইনু, সুজন, নজসু, ঢুকচ্যাপা, আরোগ্য তোমাদের সাথে আর কি কথা হবেনা এমনই ভাগ্য ! ওমেরা, শিখা রহমান, নীলমনি, ফারহানা শারমিন, সারমিন হক, করুণাধারা তোমাদের লেখা আর না দেখলে হবে অনেকে পাগলপারা
মহাজাগতিক চিন্তা, কলাবাগান, হাসান কাল বৈশাখী, রূপক, নিমো, শাহ আজিজ, হাসান মাহবুব, মা হাসান, ড. এম এ আলী কত নাম যে মনে রাখি আর বলি।
নয়া পাঠক, খায়রুল আহসান, নতুন নকিব, নতুন, মশিউর রহমান, আলমগীর সরকার, কালো জাদুকর, সাজ্জাত, আহা সামুতে কেটে গেছে কতি দিন কত রাত।
অপু তানভীর, শোভন, গোফরান, মায়াস্পর্শ, আরাফআহনাফ, রিয়াদ, কামরুজ্জামনা, ফয়সাল রকি, শুণ্য শারমর্ম, ঋণাত্মক শূন্য, প্রামানিক, বিজন রয়, সুমন কর, বাবন, কোথায় আজ তারা কে কার আপন কে পর।
জানা অজানা নতুন পুরান সব ব্লগার আর কাভা সকলেই করবেন ক্ষমা, ভালোবেসে তুমি সমন্ধন করেছি আর করবে কেবা ?
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



