ক্র্যাচ

ক্র্যাচে ভর দিয়ে এগিয়ে যায় একটি মানুষ
বিকালের আলোয় লম্বা হতে থাকে তার ছায়া
মানুষটির চোখে এখন স্বপ্ন নেই
শুধু যাপিত জীবনে বেঁচে থাকার জন্যই বাঁচা।
অথচ একাত্তরের দিনগুলোতে ফিরে তাকালে-
দেখতে পাই একাত্তরের উত্তাল মুক্তিযুদ্ধে,
একটি মাত্র সংকল্পে প্রাণের মায়া ত্যাগ করে
সে কেমন বীর বিক্রমে ঝাপিয়ে পড়েছিল শত্রু হণনে।
যুদ্ধ শেষে স্বাধীন দেশে... বাকিটুকু পড়ুন













